বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে আগে অজু করতে হবে। তিনি বলেন, তারেক রহমান শুধু বিএনপির চেয়ারপারসনের ছেলে নন, বরং তিনি শহিদ জিয়ার প্রকৃত উত্তরসূরি ও বাংলাদেশের অবিসংবাদিত নেতা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুলু বলেন, সম্প্রতি কিছু ব্যক্তি প্রশ্ন তুলেছেন, শহিদ প্রেসিডেন্টের ছেলে হলেই কি নেতা হতে পারবেন? তাদের উদ্দেশে তিনি বলেন, 'আমি স্পষ্ট বলতে চাই, শহিদ জিয়ার উত্তরসূরি তারেক রহমান। তার নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। আপনারা নাবালক উপদেষ্টা ও নেতারা বিভ্রান্তিকর কথা বলে দেশকে বিভক্ত করবেন না।'
তিনি আরও বলেন, ‘তারেক রহমান আড়াই বছর আগে ৩১ দফা দিয়েছেন। যদি কোনো সংযোজন বা সংশোধন দরকার হয়, তাহলে সেটা করা যেতে পারে। তবে বিএনপি এককভাবে সরকার গঠন করবে না, বরং যারা আন্দোলন-সংগ্রামে পাশে ছিল, তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে।’
শেখ হাসিনার শাসনামলে দেশে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে বলেও মন্তব্য করেন বুলু। তিনি বলেন, ‘দেশ থেকে ২৭ লাখ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। এই টাকা ফেরত আনতে হলে ঐতিহাসিকভাবে জাতীয় সরকার গঠন করতে হবে, যেমনটা শহিদ জিয়াউর রহমান করেছিলেন।’
বিএনপি নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, 'আপনারা ১৭ বছর ধরে সংগ্রাম করেছেন। বাবার জমি বেচেছেন, মায়ের গয়না বেচেছেন, তবু বিএনপির পতাকা উঁচিয়ে রেখেছেন। হঠাৎ ধনী হওয়ার লোভে কেউ যেন দলের ভাবমূর্তি নষ্ট না করে। যারা দলের আদর্শের বাইরে কাজ করবে, তাদের প্রাথমিক সদস্য পদেও থাকার অধিকার নেই।'
তিনি অভিযোগ করেন, কিছু বিএনপি নেতা হঠাৎ করেই আওয়ামী লীগপ্রীতিতে মুগ্ধ হয়ে গেছেন। তিনি বলেন, ‘যদি কেউ বিএনপিতে আসতে চায়, আসতে পারে, তবে পাঁচ-ছয় বছর পেছনের কাতারে বসে থাকতে হবে। যারা ১৭ বছর সংগ্রাম করেছেন, তারাই নেতা হবেন।’
শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে বরকত উল্লাহ বুলু বলেন, ‘গত ১৭ বছর আমাদের ওপর শেখ হাসিনা যে জুলুম করেছেন, তা ইতিহাসে নজিরবিহীন। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, আমরা বাসায় থাকতে পারিনি, আমাদের ঠিকানা ছিল ফ্ল্যাটের বারান্দা। তবে এই নিপীড়নই বিএনপিকে দেশের সবচেয়ে জনপ্রিয় দলে পরিণত করেছে।’
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনসহ দলীয় নেতৃবৃন্দ।