সোমবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১২:১০

তবলার কিংবদন্তি ওস্তাদ জাকির হোসেন প্রয়াত

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১৬, ২০২৪ ১১:৫৪ পূর্বাহ্ণ

তবলার কিংবদন্তি ওস্তাদ জাকির হোসেন প্রয়াত

উস্তাদ জাকির হোসেন আর নেই। সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

একটি বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস থেকে উদ্ভূত এক জটিলতার কারণে উস্তাদ জাকির হোসেনের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

গত দুই সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

জাকির হোসেনের হাত ধরেই ভারত প্রথম গ্র্যামি পুরস্কার অর্জন করে। ভারতীয় ব্যান্ড ‘শক্তি’ তাদের অ্যালবাম ‘দিস মোমেন্ট’ এর জন্য ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ পুরস্কার লাভ করে। তিনি ছিলেন তবলাবাদক, এবং গণেশ রাজাগোপালন বেহালা, ভি সেলভাগণেশ ছিলেন অন্যান্য তালবাদক। গিটারে ছিলেন জন ম্যাকলকলিন। ২০২৩ সালের ৩০ জুন মুক্তি পায় ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি, যার মোট আটটি ট্র্যাক রয়েছে।

মুম্বাইয়ে ১৯৫১ সালে জন্মগ্রহণকারী উস্তাদ জাকির হোসেন ছিলেন কিংবদন্তি তবলা মাস্টার উস্তাদ আল্লা রাখার পুত্র। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি।

মাত্র তিন বছর বয়সে তবলার সঙ্গে পরিচয় ঘটে তার। সাত বছর বয়সে তিনি প্রথম একা মঞ্চে পারফর্ম করেন। তার কর্মজীবনে তিনি চারটি গ্র্যামি পুরস্কার লাভ করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ