রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১১:১০

ঢাকা থেকে সাড়ে ৩ ঘণ্টায় যাওয়া যাবে বেনাপোল, ট্রেন চালু ২ ডিসেম্বর

প্রতিবেদক
Staff Reporter
নভেম্বর ২৩, ২০২৪ ৪:৩০ অপরাহ্ণ

পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর-বেনাপোল রেলসেবা আগামী ২ ডিসেম্বর থেকে চালু হবে। ট্রেনটি চালু হলে ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত যাত্রার সময় হবে সাড়ে ৩ ঘণ্টা। এছাড়াও ট্রেনটি চালুর ফলে ঢাকা থেকে যশোরের দূরত্ব কমবে ২০০ কিলোমিটার।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) পদ্মা রেল লিংকের প্রকল্প পরিচালক মো. আফজাল হোসেন বলেন, ‘আগামী ২ ডিসেম্বর সকাল ৬টায় সুন্দরবন এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে কমলাপুরের উদ্দেশে ছেড়ে যাবে। এদিন বেলা ১১টার দিকে বেনাপোল এক্সপ্রেস কমলাপুর থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে যাবে।’

ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান জানান, পদ্মা সেতু হয়ে বেনাপোলগামী ট্রেনটি চালু হলে ঢাকা থেকে যশোরের দূরত্ব ২০০ কিলোমিটার কমে যাবে। এতে এই রুটে চলাচলকারী যাত্রীদের ভ্রমণের সময় অর্ধেকে নামবে। বর্তমানে যশোর যেতে সময় লাগে আট ঘণ্টার বেশি। ট্রেনটি চালু হলে বেনাপোলে যেতে সময় লাগবে সাড়ে তিন ঘণ্টার মতো। এছাড়াও এই রুটটি চালুর মাধ্যমে ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক অগ্রগতি হবে।

প্রকল্প পরিচালক আরও বলেন, নবনির্মিত ব্রডগেজ সিঙ্গেল লাইন রেল ট্র্যাকটি রূপদিয়া ও সিংগিয়া হয়ে খুলনাগামী রেল ট্র্যাককে সংযুক্ত করেছে। এছাড়া সরকার ৩৭ হাজার ১৫৫ কোটি টাকা ব্যয়ে কমলাপুর থেকে রূপদিয়া ও সিংগিয়া স্টেশন পর্যন্ত ১৭২ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ