‘ঢাকা টু আগরতলা লং-মার্চের’ ঘোষণা বিএনপির ৩ সংগঠনের
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রতিবাদে বিএনপির তিন অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল ‘ঢাকা টু আগরতলা লং-মার্চের’ ঘোষণা দিয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না কর্মসূচিটি ঘোষণা করেন। লং-মার্চটি শুরু হবে ১১ ডিসেম্বর সকাল ৮টায়। তিনি বাংলাদেশের ছাত্র, যুবক এবং স্বেচ্ছাসেবী জনগণকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।
আব্দুল মোনায়েম মুন্না বলেন, গত ২ ডিসেম্বর ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতির সহিংস হামলা চালানোর ঘটনা ঘটে। এতে জাতীয় পতাকা অবমাননা এবং সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকা এই ঘটনার পেছনে সরকারি মদদের ইঙ্গিত দেয়।
তিনি বলেন, ভারতের রাজনৈতিক নেতাদের বাংলাদেশবিরোধী উসকানিমূলক বক্তব্য এবং ভারতীয় গণমাধ্যমে ভিত্তিহীন প্রচারণা বাংলাদেশের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক শান্তি বিঘ্নিত করছে।
মুন্না অভিযোগ করেন, ভারত শেখ হাসিনার পতনের বাস্তবতা মেনে নিতে না পেরে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। তিনি বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং তার শাসনামলে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের আশ্রয় দেওয়া ভারতের দখলদার মানসিকতার প্রতিফলন।
তিনি আরো বলেন, বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় দাসের গ্রেফতার এবং বিচার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। অথচ ভারতের নানা মহল থেকে এ নিয়ে অযাচিত মন্তব্য করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে।
আব্দুল মোনায়েম মুন্না ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে আহ্বান জানান এবং এই লং-মার্চের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।