রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৪০

ঢাকা-চট্টগ্রামের অধিকাংশ গার্মেন্টস চালু, ব্যতিক্রম একটি

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৬, ২০২৪ ২:৫১ পূর্বাহ্ণ

ঢাকা-চট্টগ্রামের অধিকাংশ গার্মেন্টস চালু, ব্যতিক্রম একটি

ঢাকা ও চট্টগ্রামের ২০৯৩টি কারখানার মধ্যে ২০৯২টি চালু রয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। সোমবার দুপুর পর্যন্ত সংগঠনের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজিএমইএ জানায়, শ্রমিক অসন্তোষের কারণে শ্রম আইন অনুযায়ী কোনও কারখানা বন্ধ নেই। তবে কাশিমপুর ও জিরানি এলাকার বেক্সিমকো গ্রুপের কারখানাগুলোতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের আন্দোলনের কারণে সেগুলো বন্ধ রয়েছে।

সংগঠনটির তথ্যমতে, তাদের আওতাধীন কারখানাগুলোর মধ্যে অক্টোবরে বেতন প্রদান করেনি ৭০টি কারখানা, আর সেপ্টেম্বরের বেতন বাকি ছিল একটি কারখানার।

রবিবার বিজিএমইএ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পোশাক রফতানি ২ দশমিক ০৬ শতাংশ কমেছে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবরে ইইউভুক্ত দেশগুলো থেকে বাংলাদেশের আয় ছিল ১৪ দশমিক ৬০ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় কম।

শীর্ষ রফতানিকারক দেশগুলোও নেতিবাচক প্রবৃদ্ধি রেকর্ড করেছে। ইউরোপীয় দেশগুলোর মোট পোশাক আমদানি ২ দশমিক ০২ শতাংশ কমেছে। চলতি বছরের প্রথম ১০ মাসে ইউরোপীয় ইউনিয়নের তৈরি পোশাকের আমদানি ছিল ৬৮ দশমিক ৩৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৯ দশমিক ৮০ বিলিয়ন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত