২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে সংরক্ষিত স্টল ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), শিল্প মন্ত্রণালয়। শনিবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিসিকের জনসংযোগ কর্মকর্তা পারুল আকতার কেয়া জানান, এবারের মেলায় হল ‘এ’-তে পিএস ৩২ নম্বরে বিসিক দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় স্টল নির্মাণ করে। স্টলটিতে ৮ জন উদ্যোক্তার তৈরি জামদানি, শীতলপাটি, শতরঞ্জি, পাট ও চামড়াজাত পণ্য, বাঁশ ও বেতের সামগ্রী, নকশী কাঁথা, বুটিকস, হাতের কাজের পণ্য এবং বিসিকের নিজস্ব উৎপাদিত খাঁটি মধু প্রদর্শিত ও বিক্রয় করা হয়।
বাণিজ্য মেলায় বিসিকের স্টল দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং এর পণ্যের গুণগত মান ও নান্দনিকতা প্রশংসিত হয়। উদ্যোক্তারা তাদের পণ্য বিক্রির পাশাপাশি নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পেয়েছেন।
বিসিকের এই সফল অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে সংরক্ষিত স্টল ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন একটি বড় অর্জন বলে উল্লেখ করা হয়। বিসিক পরিবার এই সাফল্যের জন্য মেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, অংশগ্রহণকারী উদ্যোক্তা, দর্শনার্থী ও ক্রেতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ভবিষ্যতেও বিসিক উদ্যোক্তাদের পাশে থেকে দেশীয় শিল্পের বিকাশে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।