ঢাকার রাস্তায় পাকবাহিনীর সোয়াত টিমের টহল
সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে রাজশাহী শহরের আদালত প্রাঙ্গণে পাকিস্তানের বিশেষ সশস্ত্র বাহিনী প্রবেশ করেছে। একই ভিডিওকে ঢাকার রাস্তায় পাকিস্তানের সোয়াত টিমের টহল হিসেবে দাবি করে ভারতীয় গণমাধ্যম ‘আজতক বাংলা’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে যে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর সদস্যরা সোয়াতের ছদ্মবেশে ঢাকার রাস্তায় মহড়া দিচ্ছে। এই ব্যাপারে বাংলাদেশী আইনজীবী নিঝুম মজুমদারও মন্তব্য করেন। তিনি জানান, এমন দৃশ্য দেখে তাকে অবাক লাগে, কারণ তিনি মনে করেন যে পাঞ্জাব রেজিমেন্টের সৈন্যরা বাংলাদেশে এসে এই মহড়া দিচ্ছে।
এছাড়া, ভিডিওটির অন্য একটি অংশে নিঝুম মজুমদার দাবি করেন যে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে তিনি “জঙ্গি সর্দার” বলেও উল্লেখ করেন। তিনি আরও বলেন, জেনারেল ওয়াকার ছাত্রজীবনে ক্যাডেট কলেজে পড়াশোনা করতেন এবং শিবিরের সঙ্গে সম্পর্কিত ছিলেন।
তবে, বাংলাদেশের ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানার এই ভিডিওটির সত্যতা যাচাই করেছে এবং জানিয়েছে, এটি পাকিস্তানি বাহিনীর কোনো টহল নয়। ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা বাংলাদেশ পুলিশের বিশেষায়িত দল ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)-এর সদস্য।
রিউমর স্ক্যানার তাদের প্রতিবেদনে জানায় যে, সিআরটি সদস্যরা ১২ ডিসেম্বর রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে আদালতে নিয়ে যাওয়ার সময় নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন।
এছাড়া, রিউমর স্ক্যানার আরও বলছে, ভিডিওতে দেখা সশস্ত্র বাহিনীর সদস্যদের পোশাকের পেছনে সিআরটি লেখা এবং বাংলাদেশের পতাকা দেখা গেছে। একাধিক ইউটিউব চ্যানেলে একই পোশাক পরিহিত বাহিনীর সদস্যদের ভিডিও পাওয়া গেছে, যা নিশ্চিত করে যে এটি বাংলাদেশের সিআরটি সদস্যদের টহল ছিল।
এভাবে, ভিডিওটির দাবির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই, এবং এটি একটি মিথ্যা তথ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।