সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ৮:১১

ঢাকায় টিকিট কাউন্টার পদ্ধতিতে চালু হলো গোলাপি বাস

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ
ঢাকায় টিকিট কাউন্টার পদ্ধতিতে চালু হলো গোলাপি বাস

ঢাকায় টিকিট কাউন্টার পদ্ধতিতে চালু হলো গোলাপি বাস

নগর পরিবহনে শৃঙ্খলা আনতে ঢাকায় চালু হলো কাউন্টার ভিত্তিক টিকিটিং পদ্ধতির গোলাপি বাস। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উত্তরার আজমপুর কাঁচাবাজার সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

এই নতুন ব্যবস্থায় আব্দুল্লাহপুর হয়ে রাজধানীর বিভিন্ন গন্তব্যে ২১টি কোম্পানির মোট ২ হাজার ৬১০টি বাস চলবে। প্রতিটি বাসের রং হবে গোলাপি, এবং টিকিট ছাড়া কেউ বাসে উঠতে পারবেন না। টিকিট বিক্রির জন্য নির্দিষ্ট কাউন্টারে বুথ স্থাপন করা হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম জানিয়েছেন, নগরীর যত্রতত্র যাত্রী ওঠা-নামা ও বাসের অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করতেই এ পদ্ধতি চালু করা হয়েছে। নির্দিষ্ট স্টপেজ ছাড়া বাস থামানো যাবে না এবং যাত্রীরাও নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট কেটে বাসে উঠবেন।

চলতি মাসের মধ্যেই মিরপুর, গাবতলী ও মোহাম্মদপুরেও এই ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন তিনি। বাস চালক ও সহকারীদের ইতোমধ্যে নতুন নিয়ম অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ