ঢাকায় ঋণ দেওয়ার নামে জমায়েতের চেষ্টা, আটক ১১
সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভনে গ্রামের সাধারণ মানুষকে ঢাকায় এনে সমাবেশের আয়োজনের চেষ্টা করেছে একটি চক্র। ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামে সংগঠনটি রোববার (২৪ নভেম্বর) মধ্যরাত থেকে সারাদেশে প্রচারণা চালিয়ে শাহবাগে জমায়েত হওয়ার নির্দেশ দেয়। প্রতিশ্রুতি ছিল—প্রতি অংশগ্রহণকারী পাবেন এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। এর বিনিময়ে রেজিস্ট্রেশন ফি বাবদ জনপ্রতি এক হাজার টাকা আদায় করা হয়।
রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতোলা বাজারে তিনটি বাস ও সাতটি মাইক্রোবাসে করে ঢাকায় যাত্রার প্রস্তুতিকালে প্রায় দুই শতাধিক নারী-পুরুষকে আটক করা হয়। স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে চক্রটির ১১ জনকে আটক করে।
কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম জানান, আটকরা হতদরিদ্র মানুষদের সুদমুক্ত ঋণের প্রলোভন দেখিয়ে সমাবেশে যোগ দিতে বাধ্য করছিল। তিনটি বাস ও চারটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। তবে মূল সংগঠকরা ঢাকায় অবস্থান করায় তাদের আটক করা যায়নি।
অঞ্চলভিত্তিক নেতা হিসেবে পরিচিত আলমগীর ও সিরাজ নামে দুই ব্যক্তি একটি বাস ভাড়া করে লোকজন নিয়ে যাচ্ছিলেন। তবে পরিস্থিতি জটিল হওয়ার আগেই তারা পালিয়ে যান।
এদিকে, সমাবেশে অংশ নেওয়া এক নারী জানান, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান বা শাহবাগে সমাবেশের মাধ্যমে পাচার হওয়া অর্থ ফেরত এনে তাদের মতো গ্রামীণ মানুষের জন্য সুদমুক্ত ঋণের দাবি জানাবেন। তাদের দাবি, প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনুস এই উদ্যোগের সঙ্গে থাকবেন।
স্থানীয়রা জানান, চক্রটি দীর্ঘদিন ধরে এলাকাজুড়ে রেজিস্ট্রেশন ফি বাবদ টাকা সংগ্রহ করে মানুষকে ঢাকায় নেওয়ার পরিকল্পনা করছিল। ৫ আগস্টের পর থেকে এ কার্যক্রম তৎপর হয়ে ওঠে। অনেকেই এই ফাঁদে পড়ে অর্থ দিয়েছেন এবং সমাবেশে অংশ নিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী আরও তদন্ত করছে এবং চক্রের মূল হোতাদের শনাক্তের চেষ্টা চলছে।