গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৫ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় ডেঙ্গুর পরিসংখ্যান
গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। তাদের মধ্যে দুইজন নারী এবং একজন পুরুষ। একই সময়ে নতুন করে ৩৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের মোট আক্রান্ত ও মৃত্যুর হার
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মোট ৯০ হাজার ৭৯৪ জন আক্রান্ত হয়েছেন। মৃতদের মধ্যে নারীর সংখ্যা বেশি, তবে আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি।
ঢাকা ও অন্যান্য বিভাগের পরিস্থিতি
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৭৬ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ১৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগের ভিত্তিতে রোগীদের পরিসংখ্যান হলো:
গত বছরের তুলনায় পরিস্থিতি
২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১,৭০৫ জন মৃত্যুবরণ করেছিলেন এবং আক্রান্তের সংখ্যা ছিল ৩,২১,১৭৯ জন।
ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে এবং এডিস মশার বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।