আগামী দুই কার্যদিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (১ জানুয়ারি) এ স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু
ঢাবিতে শেখ হাসিনার বিতর্কিত গ্রাফিতি পুনরায় আঁকা
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, “স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখা দিয়েছে, তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংস্কার ও চর্চার মাধ্যমেই সফল হতে পারে। এই সংস্কারের মূল চালিকাশক্তি হতে পারে নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা, যা শুধুমাত্র ডাকসু নির্বাচনের মাধ্যমেই সম্ভব।”
শিক্ষার্থীরা বলেন, “দুঃখজনকভাবে অভ্যুত্থানের পাঁচ মাস পার হলেও ডাকসু নির্বাচনের বিষয়ে বর্তমান প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। যদিও একটি কমিশন গঠন করা হয়েছে, তবে তার সুপারিশ অনুযায়ী কার্যকর পদক্ষেপ সম্পর্কে আমরা অন্ধকারে রয়েছি। গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবগুলোর ব্যাপারেও প্রশাসনের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। নির্বাচিত প্রতিনিধিদের অনুপস্থিতিতে গঠনতন্ত্র সংশোধনের বিষয়টি স্বচ্ছ হবে বলে আমরা মনে করি না।”
তারা আরও বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত দ্রুত গঠনতন্ত্র সংশোধনসহ নির্বাচনের একটি স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা।”
স্মারকলিপি প্রদানের সময় শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন যে, নির্ধারিত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।
সম্মিলিত ডাকসু আন্দোলনের পক্ষে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ছিলেন আরবি বিভাগের জামালুদ্দীন মুহা খালিদ, ইসলামের ইতিহাস বিভাগের লিমন হাসান, অর্থনীতি বিভাগের আহমেদ হোসেন, সংগীত বিভাগের সীমা আক্তার, আরবি বিভাগের মুহাম্মদ আব্বাস উদ্দিন, অ্যাকাউন্টিং বিভাগের নাফিউর রহমান, ইফতি আবু তালেব এবং জান্নাতী বুলবুল।