ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ঘোষণা
শপথ গ্রহণের পরপরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে যাওয়ার জন্য নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘ জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাবে।
শুক্রবার (২৪ জানুয়ারি) আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, করোনা মহামারি এবং অন্যান্য বৈশ্বিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় ডব্লিউএইচওর ব্যর্থতা, সংস্থার প্রয়োজনীয় সংস্কারের অভাব এবং সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকতে না পারার কারণেই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিচ্ছে।
ডব্লিউএইচও থেকে সদস্য রাষ্ট্রের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়ায় জাতিসংঘকে এক বছর আগেই নোটিশ দিতে হয়। যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই সেই নোটিশ প্রদান করেছে। জাতিসংঘের মুখপাত্র ফারহান হক জানান, যুক্তরাষ্ট্রের চিঠি পাওয়া গেছে এবং এটি ২০২৬ সালের ২২ জানুয়ারি কার্যকর হবে।
করোনা মহামারি চলাকালে ডব্লিউএইচওর ভূমিকা নিয়ে ট্রাম্প আগেও ক্ষোভ প্রকাশ করেছিলেন। ২০২০ সালের জুলাইয়ে তিনি সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন। তবে প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালের জানুয়ারিতে সেই সিদ্ধান্ত বাতিল করে যুক্তরাষ্ট্রকে ডব্লিউএইচওতে ফিরিয়ে আনেন।
উল্লেখ্য, ১৯৪৮ সালে ডব্লিউএইচও প্রতিষ্ঠার পর থেকেই যুক্তরাষ্ট্র এর গুরুত্বপূর্ণ সদস্য ছিল এবং সংস্থাটির মোট তহবিলের ১৮ শতাংশ অর্থায়ন করত। ট্রাম্পের এই সিদ্ধান্ত ডব্লিউএইচওর আর্থিক ও কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।