সোমবার, ১০ই মার্চ, ২০২৫| বিকাল ৫:০৭

ট্রেনে শাহরুখ খানের স্মরণীয় অভিজ্ঞতা

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১১:০৯ পূর্বাহ্ণ
ট্রেনে শাহরুখ খানের স্মরণীয় অভিজ্ঞতা

ট্রেনে শাহরুখ খানের স্মরণীয় অভিজ্ঞতা

বলিউডের কিং খান শাহরুখ খানের অসংখ্য নারী ভক্ত থাকলেও, ক্যারিয়ারের শুরুর দিকে এক নারীর কাছ থেকে তিনি চড় খেয়েছিলেন! ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও, শাহরুখ নিজেই এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

‘জিরো’ ছবির প্রচারের সময় এক সাক্ষাৎকারে শাহরুখকে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘আপনি দিল্লি থেকে প্রথমবার মুম্বাই কীভাবে এসেছিলেন?’ উত্তরে তিনি বলেন, ‘ট্রেনে।’

সেই সফরে শাহরুখ নিজের জন্য টিকিট কেটে নির্দিষ্ট আসনে বসেছিলেন এবং জায়গাটি আগলে রেখেছিলেন। কিন্তু ট্রেন যখন মুম্বাইতে পৌঁছায়, তখন কয়েকজন যাত্রী তার আসনে বসতে চান। শাহরুখ তখনও বুঝতে পারেননি যে মুম্বাইতে প্রবেশের পর ট্রেনটি লোকাল হয়ে যায়, যেখানে আসন সংরক্ষণের নিয়ম থাকে না।

এক পর্যায়ে এক নারী আসনটি দখল করতে এলে, তিনি নারীর জন্য জায়গা ছেড়ে দিলেও তার সঙ্গে থাকা পুরুষটিকে বসতে দিতে রাজি হননি। এতে ক্ষুব্ধ হয়ে সেই নারী শাহরুখের গালে চড় মেরে বসেন! হতভম্ব শাহরুখ পরে জানতে পারেন, মুম্বাইতে ট্রেন লোকাল হয়ে গেলে আসন সংরক্ষণের নিয়ম আর কার্যকর থাকে না। এই অভিজ্ঞতা তাকে বেশ অবাক করেছিল।

বলিউডে তারকা হওয়ার আগের দিনগুলোতে শাহরুখের এমন অনেক মজার ও অদ্ভুত অভিজ্ঞতা রয়েছে, যা তিনি মাঝেমধ্যেই ভাগ করে নেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ