যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, যার মধ্যে কলম্বিয়া থেকে আমদানিকৃত সকল পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। ট্রাম্পের এই পদক্ষেপের কারণ হল, কলম্বিয়া বহিষ্কৃত অভিবাসীদের ফেরত না নেওয়া।
এ তথ্য জানানো হয়েছে বিবিসি’র এক প্রতিবেদনে, যেখানে বলা হয়েছে যে, কলম্বিয়ার প্রেসিডেন্ট দুইটি মার্কিন সামরিক বিমানকে তাদের দেশে অবতরণে বাধা দেওয়ার পর ট্রাম্প এই শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন।
ট্রাম্প আরও জানান, কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া “সমস্ত পণ্যের ওপর” এই শুল্ক তাৎক্ষণিকভাবে আরোপ করা হবে এবং এক সপ্তাহের মধ্যে শুল্কের পরিমাণ ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হবে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা ২৫ শতাংশ প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।
কলম্বিয়া ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ৪৭৫টি অভিবাসী বহনকারী বিমান গ্রহণ করেছে। উইটনেস অ্যাট দ্য বর্ডার-এর তথ্য অনুযায়ী, কলম্বিয়া এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে, তাদের আগে রয়েছে গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো এবং এল সালভাদর।