মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| সকাল ৬:২০

ট্রাম্পের মন্ত্রিসভাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি।

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৮, ২০২৪ ৭:৪৭ পূর্বাহ্ণ

ট্রাম্পের মন্ত্রিসভাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পর নতুন সরকারের মন্ত্রিসভায় বিভিন্ন ব্যক্তির নাম আলোচনায় আসছে। এরই মধ্যে ট্রাম্পের মনোনীত বেশ কয়েকজন মন্ত্রীকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ২৯ নভেম্বর বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, তারা বেশ কয়েকটি হুমকি ও ভুয়া ফোন কলের খবর পেয়েছে। এসব ফোন কলের কারণে মনোনীত মন্ত্রীদের বাড়িতে পুলিশ পাঠানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, কমপক্ষে ৯ জন মনোনীত মন্ত্রীকে এই ধরনের হুমকি দেয়া হয়েছে। এদের মধ্যে প্রতিরক্ষা, আবাসন, কৃষি এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছেন। এছাড়াও, জাতিসংঘে নিযুক্ত ট্রাম্পের মনোনীত মার্কিন রাষ্ট্রদূতকেও বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। ইতোমধ্যে পুলিশ এসব ঘটনার তদন্ত শুরু করেছে।

ট্রাম্পের ট্রানজিশন টিমের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ট্রাম্পের মনোনীত ব্যক্তিরা এবং তাদের পরিবার বিদেশি এবং হিংসাত্মক হুমকির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে এসব ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করছে।

ক্যারোলিন লেভিট আরও বলেন, কোনো ধরনের হুমকি বা আক্রমণ রিপাবলিকানদের তাদের নির্ধারিত লক্ষ্য থেকে সরাতে পারবে না।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

বিদ্রোহীরা দখল নেওয়ার পর আলেপ্পোতে রুশ বিমান হামলা

৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়া হবে : তারেক রহমান

বাইকাল হ্রদের নিচে লুকিয়ে থাকা এক রহস্যময় জগৎ

পুষ্টি আর রোগ প্রতিরোধে আনারসের অসাধারণ ভূমিকা

পুষ্টি আর রোগ প্রতিরোধে আনারসের অসাধারণ ভূমিকা

নীল নয়, এবার থেকে উইন্ডোজে ‘ব্লু স্ক্রিন অব ডেথ’ হবে সবুজ

নীল নয়, এবার থেকে উইন্ডোজে ‘ব্লু স্ক্রিন অব ডেথ’ হবে সবুজ

ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার স্বপ্ন অবাস্তব: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ল্যাবে শিক্ষার্থীদের ডোপ টেস্ট

আজকের আবহাওয়া (৩০ জুন, ২০২৫)

আজকের আবহাওয়া (২০ জানুয়ারি, ২০২৫)

শ্রমের ন্যায্যতা নিশ্চিতে সরকার কাজ করছে: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন

শ্রমের ন্যায্যতা নিশ্চিতে সরকার কাজ করছে: উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন