রবিবার, ৬ই জুলাই, ২০২৫| রাত ৮:০৩

টেক্সাসে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫০, নিখোঁজদের খোঁজে অভিযান চলছে

প্রতিবেদক
staffreporter
জুলাই ৬, ২০২৫ ১২:২১ অপরাহ্ণ
টেক্সাসে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫০, নিখোঁজদের খোঁজে অভিযান চলছে

টেক্সাসে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫০, নিখোঁজদের খোঁজে অভিযান চলছে

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। সর্বশেষ ট্রাভিস কাউন্টিতে আরও চারজনের মরদেহ উদ্ধারের পর এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে অন্তত ১৫ জন শিশু রয়েছে। কের কাউন্টিতে ৪৩ জন এবং বার্নেট কাউন্টিতে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

নিখোঁজদের খুঁজে বের করতে এলাকাজুড়ে শত শত উদ্ধারকারী মোতায়েন করা হয়েছে। কের কাউন্টির শেরিফ ল্যারি লেইথা প্রতিশ্রুতি দিয়েছেন, যতক্ষণ না নিখোঁজ সবাইকে উদ্ধার করা যাচ্ছে, ততক্ষণ অভিযান চলবে। ইতোমধ্যে প্রায় ৮৫০ জন মানুষকে উদ্ধার করা হয়েছে।

ট্রাভিস কাউন্টির গভর্নর গ্রেগ অ্যাবট সামাজিক মাধ্যমে বাসিন্দাদের সতর্ক করে বলেন, “ঘুরে দাঁড়ান, ডুবে যাবেন না!” তিনি বাসিন্দাদের আবহাওয়ার পূর্বাভাস এবং সরকারি নির্দেশনাগুলো গুরুত্ব দিয়ে অনুসরণ করার অনুরোধ জানান। একইসঙ্গে কাউন্টির বিচারক অ্যান্ডি ব্রাউন বলেন, বন্যার পানিতে ডুবে থাকা রাস্তা এড়িয়ে চলুন এবং যতক্ষণ না কর্তৃপক্ষ এলাকাকে নিরাপদ ঘোষণা করে, ততক্ষণ ক্ষতিগ্রস্ত এলাকায় ফিরে যাবেন না।

গত বৃহস্পতিবার সকাল থেকে মধ্য ও দক্ষিণ টেক্সাসে বৃষ্টিপাত শুরু হয়, যা বিকেলের দিকে ভয়াবহ রূপ নেয়। সন্ধ্যার পর প্রবল বর্ষণে গুয়াদালুপে নদীর দুই তীরে আকস্মিক বন্যা দেখা দেয়। টেক্সাসের উপ-গভর্নর ড্যান প্যাট্রিক এক সংবাদ সম্মেলনে জানান, মাত্র ৪৫ মিনিটের মধ্যে নদীর পানি ২৬ ফুট বেড়ে যায়, যা একে ‘বিধ্বংসী বন্যা’তে রূপ দেয়।

এই ভয়াবহ দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ হয়নি। তবে স্থানীয় ও জাতীয় সংস্থাগুলো উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সমন্বয় করে কাজ করছে। আবহাওয়া বিভাগ সতর্ক করেছে, বৃষ্টিপাত কিছু এলাকায় এখনও অব্যাহত থাকতে পারে। ফলে নতুন করে আরও বন্যার আশঙ্কা রয়েছে।

সূত্র: সিএনএন, বিবিসি

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি