ন্যাটো সম্মেলনের পর গত ২৫ জুন নেদারল্যান্ডসের হেগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, ইরান ও ইসরায়েল যুদ্ধে এখনো পুরোপুরি বিরতিতে যায়নি। তাঁর মতে, দীর্ঘ ও জোরালো সংঘাতের কারণে তারা সাময়িক বিশ্রাম নিচ্ছে, তবে শিগগিরই আবার সংঘাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, “আমরা অনেকেই ভাবছি এটা শেষ হয়ে গেছে; কিন্তু আমার মনে হয় না ইরান এবং ইসরায়েল সত্যিকার অর্থেই বিরতি মেনে নিয়েছে। আমার ধারণা, একটানা কঠিন এবং ভয়াবহ সংঘাতে তারা ক্লান্ত হয়ে পড়েছিল, তাই বিশ্রাম নিচ্ছে।”
ট্রাম্প আরও জানান, ইরান-ইসরায়েলের সংঘাত আবারও শিগগিরই শুরু হতে পারে।
এর পেছনে পরমাণু সক্ষমতা নিয়ে বিরোধ বিদ্যমান। গত ১৩ জুন থেকে ইসরায়েল তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়, আর ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পাল্টা জবাব দেয়। ১০ দিনের এই সংঘাতের মধ্যেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে একটি গোপন বিমান হামলা চালায়, যা ইরানের তিনটি পরমাণু স্থাপনায় আঘাত হানে।
ট্রাম্প জানান, ওই অভিযান ইরানের পরমাণু প্রকল্পকে ক্ষতিগ্রস্ত করেছে এবং ভবিষ্যতে ইরান আর পরমাণু প্রকল্প পুনরুজ্জীবিত করতে পারবে না। তিনি যুক্তরাষ্ট্রকে এ সংঘাত থামানোর মূল কৃতিত্ব দিয়েছেন।
তিনি বলেন, “যুদ্ধ তখনই শেষ হয়েছে, যখন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ইরানের পরমাণু স্থাপনায় আঘাত হানে।”
তবে এই বক্তব্যের মধ্যেও তিনি যুদ্ধবিরতি ‘সত্যিকার অর্থে’ স্থায়ী নয় বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি