২০, ১০০, ৫০০ এবং ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নোটগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। গতকাল ৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। নতুন নোটে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য, এবং ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’ যুক্ত করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ছয় মাসের মধ্যে নতুন নোট বাজারে আসতে পারে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখা জানান, বোর্ড সভায় নতুন নোটের ডিজাইন চূড়ান্ত করা হয়েছে। প্রাথমিকভাবে চারটি নোটের ডিজাইন পরিবর্তন করা হলেও ধাপে ধাপে সব ধরনের নোটের নকশা পরিবর্তন করা হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত ২৯ সেপ্টেম্বর নতুন নোটের নকশার প্রস্তাব জমা দিতে নির্দেশনা দেয়। টাকশালের একজন কর্মকর্তা জানিয়েছেন, টেন্ডার প্রক্রিয়া শেষ হলে দ্রুতই নতুন নোট বাজারে আসবে।
বাংলাদেশের মুদ্রা ছাপানোর দায়িত্বে থাকা দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড, যা টাকশাল নামে পরিচিত, ১৯৮৮ সাল থেকে নোট ছাপানো শুরু করে। প্রতিটি নোট ছাপার আগে সরকারের অনুমোদিত নকশা অনুসরণ করা হয়। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাগজ, কালি এবং প্লেট তৈরি করে আনা হয়।
বর্তমানে বাংলাদেশে ১ থেকে ১০০০ টাকার ১০টি কাগুজে নোট প্রচলিত রয়েছে। সব নোটেই বঙ্গবন্ধুর ছবি আছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে নতুন নোট ছাপাতে ৩৮,৪০০ কোটি টাকা খরচ হয়েছে। এর আগের অর্থবছরে এই খরচ ছিল ৩৭,৪০০ কোটি টাকা।