জেলেনস্কি গুরুত্বপূর্ণ ব্যক্তি নয়, বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘অগুরুত্বপূর্ণ’ ব্যক্তি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা চললেও এতে জেলেনস্কির উপস্থিতি তেমন গুরুত্বপূর্ণ নয়।
ফক্স নিউজ রেডিওর ‘দ্য ব্রায়ান কিলমাদে শো’-তে শুক্রবার বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান আলোচনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, জেলেনস্কি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন, কিন্তু কোনো ফল আসেনি। তার মতে, জেলেনস্কির ভূমিকা শুধু পরিস্থিতিকে জটিল করে তুলেছে এবং তিনি আলোচনায় থাকলেও তেমন কিছু পরিবর্তন হবে না।
ট্রাম্প বলেন, “জেলেনস্কি তিন বছর ধরে বৈঠকে রয়েছেন, কিন্তু কোনো সমাধান আসেনি। তাই আমি মনে করি না যে তিনি এত গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার উপস্থিতি শান্তি আলোচনার জন্য অপরিহার্য। তিনি বরং চুক্তির পথ কঠিন করে তুলেছেন। আর তার দেশ ধ্বংস হয়ে গেছে, এটি এখন এক বিধ্বস্ত অবস্থায় আছে।”
এ সময় ট্রাম্প আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চাইলে পুরো ইউক্রেন দখল করতে পারেন। জেলেনস্কি যদি দেশকে বাঁচাতে চান, তবে তার উচিত রাশিয়ার সঙ্গে চুক্তিতে আসা। তিনি সতর্ক করে বলেন, “পুতিন চুক্তি করতে চায়, তবে সেটা তার জন্য বাধ্যতামূলক নয়। তিনি চাইলে পুরো ইউক্রেন দখল করে নিতে পারেন।”
এছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও কড়া ভাষায় আক্রমণ করেন ট্রাম্প। তার মতে, জেলেনস্কি ও বাইডেন চাইলে এই যুদ্ধ রোধ করতে পারতেন, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, “পুতিনের সঙ্গে সঠিকভাবে আলোচনা করলে এই যুদ্ধ কখনোই শুরু হতো না। কিন্তু বাইডেন প্রশাসন জানে না কীভাবে কূটনৈতিকভাবে কথা বলতে হয়।”
ট্রাম্পের এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড় উঠেছে। ইউক্রেন যুদ্ধ ও পশ্চিমা দুনিয়ার কূটনৈতিক পদক্ষেপ নিয়ে তার অবস্থান নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। ইউক্রেনপন্থী নেতারা ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে বলছেন, এটি রাশিয়ার অবস্থানকে শক্তিশালী করতে পারে এবং জেলেনস্কির প্রতি পশ্চিমা সমর্থন দুর্বল করে দিতে পারে।