জেলেনস্কিকে ‘অবৈধ’ বললেন পুতিন, শান্তিচুক্তির আলোচনায় অস্বীকৃতি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়ে দিলেন—ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তির আলোচনা হতে পারে, তবে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে নয়। ফ্রান্স টুয়েন্টি ফোরের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পুতিন জেলেনস্কিকে ‘অবৈধ শাসক’ বলে উল্লেখ করেছেন এবং তাঁর সঙ্গে আলোচনায় বসতে একেবারেই নারাজ।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ গড়িয়েছে প্রায় তিন বছরে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাতের অবসান চেয়ে দুই দেশকে আলোচনার টেবিলে বসার জন্য চাপ দিচ্ছেন। ট্রাম্পের দাবি, জেলেনস্কি নিজেও শান্তিচুক্তি করতে আগ্রহী এবং আলোচনায় বসতে প্রস্তুত।
এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পুতিন জানান, ‘যদি জেলেনস্কি আলোচনা চায়, তাহলে আমি প্রতিনিধি পাঠাব। তবে ইউক্রেনের নেতৃত্বে যে থাকবেন, তাঁকে অবশ্যই বৈধ হতে হবে।’
পুতিন আরও বলেন, ‘যদি আলোচনা করে সমাধান করা সম্ভব হয়, তাহলে সেটিই উত্তম। তবে আমাদের স্বার্থের সঙ্গে যা মানানসই হবে, কেবল সেটিই আমরা মেনে নেব।’
এদিকে, পুতিনের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় জেলেনস্কি এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে লেখেন, ‘পুতিন আবারও প্রমাণ করলেন, তিনি আলোচনা থেকে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি শক্তিশালী নেতাদের ভয় পান এবং যুদ্ধ দীর্ঘায়িত করার জন্যই কাজ করছেন।’
রুশ প্রেসিডেন্টের দাবি, পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধ করে, তাহলে দুই মাসের মধ্যেই যুদ্ধ শেষ করা সম্ভব। তবে বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা—যুদ্ধে ইতি টানার কোনো লক্ষণই নেই।
এদিকে, রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে পুতিনের সঙ্গে আলোচনার জন্য আনুষ্ঠানিক কোনো যোগাযোগ করা হয়নি। তবে উভয় পক্ষই আলোচনায় বসতে আগ্রহী বলে ইঙ্গিত মিলেছে। যদিও কবে নাগাদ শান্তিচুক্তির আলোচনা শুরু হতে পারে, তা এখনও স্পষ্ট নয়।