রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৫৩

জুলাই ঘোষণাপত্র দেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নতুন কর্মসূচি ঘোষণা

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ৩১, ২০২৪ ২:৫৩ অপরাহ্ণ

জুলাই ঘোষণাপত্র দেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নতুন কর্মসূচি ঘোষণা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করেছে যে তারা ৭ জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রটি প্রদান করবে না, বরং এর পরিবর্তে ‘মার্চ ফর ইউনিটি’ নামক নতুন কর্মসূচি ঘোষণা করবে। মঙ্গলবার রাত ১২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সংগঠনটি এই সিদ্ধান্তের কথা জানায়।

ব্রিফিংয়ে সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল, সাবেক সমন্বয়ক সারজিস আলম এবং মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ের শুরুতে সাবেক সমন্বয়ক সারজিস আলম বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের দাবি ধরে রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণাপত্র তৈরি করা উচিত। এটা একটি ঐতিহাসিক পদক্ষেপ, এবং রাষ্ট্র যখন এটি দায়িত্ব নিয়ে নেয়, তখন আমরা তা সাধুবাদ জানাই।”

সংগঠনের সদস্য সচিব আরিফ সোহেল লিখিত বক্তব্যে বলেন, “এই ঘোষণাপত্র প্রণয়নের ঐতিহাসিক দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর ছিল। আমাদের উদ্যোগের ফলে বাংলাদেশের জনগণের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। এর ধারাবাহিকতায় রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

তারা আরও জানায়, রাষ্ট্রের উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। আরিফ সোহেল বলেন, “যারা জুলাই মাসে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, তারা এখন বিপ্লবী হিসেবে স্বীকৃতি পাবেন।”

এ সময় সংগঠনের নেতারা তাদের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্বের বিষয় নাকচ করে দেন এবং আন্দোলনের লক্ষ্যকে সামনে রেখে ঐক্যবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ