আগামী ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘জুলাই অভ্যুত্থান’ স্মরণে বিশেষ কর্মসূচি। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি জানান, কর্মসূচির মূল আয়োজন শুরু হবে ১৪ জুলাই এবং চলবে ৫ আগস্ট পর্যন্ত।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, “আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে, জুলাই মাসে যেভাবে পুরো বাংলাদেশ এক হয়েছিল, সেই জাতীয় ঐক্যের অনুভূতিকে আবার ফিরিয়ে আনা। সেই চেতনায় কিছু পরিকল্পনা নিয়ে কাজ চলছে।”
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগামী সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং বিস্তারিত কর্মসূচি প্রকাশ করবে।
প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে আজ ৯ জন উপদেষ্টা অংশ নেন এবং সেখানে আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। এর মধ্যে একটি হচ্ছে, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের স্বায়ত্তশাসন বিষয়ক একটি কমিটি গঠন, যার নেতৃত্ব দেবেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
অন্যদিকে ‘জুলাই ঘোষণাপত্র’ (জুলাই প্রক্লেমেশন) তৈরির জন্য গঠিত কমিটির নেতৃত্বে থাকবেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। এই কমিটি দ্রুত সময়ে ছাত্র ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে ঘোষণা তৈরির কাজ করবে, যাতে ৫ আগস্টের আগেই তা প্রকাশ করা যায়।
এছাড়া, উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ আগস্টকে ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা।