জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করলো জাতীয় বিশ্ববিদ্যালয়
জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতি হিসেবে প্রতি বছর ‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন।
এই বৃত্তির আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজ ও ইনস্টিটিউটের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিশেষ চাহিদাসম্পন্ন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে। এ বছর ৭২৫টি প্রতিষ্ঠানের ২,০৪০ জন শিক্ষার্থী এই বৃত্তি পাবেন।
চেক গ্রহণকারী শিক্ষার্থীরা হলেন— সিদ্ধেশ্বরী গার্লস কলেজের হাবীবা আক্তার, তেজগাঁও সরকারি কলেজের এস এম আবু তালেব এবং ঢাকা কমার্স কলেজের খন্দকার মাহমুদুল হাসান। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার উপস্থিত ছিলেন।
শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, জুলাই অভ্যুত্থান ছিল তরুণদের গৌরবের ইতিহাস, যা দেশকে অধিকারবঞ্চিত প্রজার অবস্থান থেকে অধিকারভোগী নাগরিকত্বে উন্নীত করেছে। তিনি বলেন, ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।
প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, নতুন বাংলাদেশ গড়তে শিক্ষা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। সীমিত সময়েও সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তনে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, এই শিক্ষা তরুণদের শুধু দেশের নয়, বিশ্বমঞ্চেও নেতৃত্ব দিতে প্রস্তুত করবে।