শনিবার, ৫ই জুলাই, ২০২৫| সন্ধ্যা ৭:৩৫

জুলাইতে শহীদ হতে না পারার আফসোস ব্যক্ত করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রতিবেদক
staffreporter
জুলাই ৫, ২০২৫ ২:২৯ অপরাহ্ণ
জুলাইতে শহীদ হতে না পারার আফসোস ব্যক্ত করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

জুলাইতে শহীদ হতে না পারার আফসোস ব্যক্ত করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক আবেগঘন ফেসবুক পোস্টে জানিয়েছেন, জুলাই মাসে শহীদ হতে না পারার জন্য তিনি আফসোস অনুভব করেন। শুক্রবার (৫ জুলাই) রাতে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “গতবছর জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিল একজন। এদেশের জনগণ তার পরিণতি কী করেছে, তা সবারই জানা।” এরপর নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, “৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। শাহাদাতের সুযোগ এলে কখনো পিছপা হবো না।”

জুলাই মাসকে প্রতিরোধ ও আত্মত্যাগের মাস আখ্যা দিয়ে তিনি লিখেছেন, “জুলাই এদেশে লক্ষ-কোটি বিপ্লবীর জন্ম দিয়েছে। এই মাস শুধু একটি পৃষ্ঠা নয়, একটি অধ্যায়।”

স্ট্যাটাসের এক পর্যায়ে তিনি ভবিষ্যতের প্রজন্ম ও জাতির অগ্রযাত্রার দিকেও ইঙ্গিত করেন। তিনি বলেন, “আমি বা আমরা না থাকলেও ক্ষতি নেই, আমাদের ভিশন ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশকে একটি সার্বভৌম, শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই বিপ্লবীদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”

পোস্টের শেষ দিকে তিনি অতীতের সহিংস হামলার ইঙ্গিত দিয়ে লেখেন, “একটারে মারি, একটাই যায়; বাকিডি যায় না স্যার। ভুলে গেছেন?”

তার এই মন্তব্যগুলোতে রাজনৈতিক প্রতিরোধ, আত্মত্যাগের মূল্য এবং একটি বৃহত্তর রূপান্তরের আহ্বান ফুটে উঠেছে বলে অনেকেই মনে করছেন। বিভিন্ন মহলে এটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি প্রতীকী প্রতিফলন হিসেবেও বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি