সোমবার, ১০ই মার্চ, ২০২৫| সন্ধ্যা ৭:০৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙচুর

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৩:৫২ অপরাহ্ণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙচুর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙচুর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরাল ভাঙচুর করেছে একদল শিক্ষার্থী।

বুধবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে শিক্ষার্থীদের একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের সামনে গিয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ও শেখ হাসিনা হলের ম্যুরাল ভাঙচুর করে।

এছাড়া, আল-বেরুনী হলের দেয়ালে আঁকা বঙ্গবন্ধুর গ্রাফিতি রঙ দিয়ে মুছে ফেলা হয়। পরে রাত ২টার দিকে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক খুলে ফেলেন।

ঘটনার সময় শিক্ষার্থীদের একজন ইয়াহিয়া জিসান বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না হওয়ায় তারা এখনো মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা নতুন বাংলাদেশে কোনো স্বৈরাচার দেখতে চাই না।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনায় এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত