প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৫, ১১:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ২:৩৫ অপরাহ্ণ
জাবির শেষ দিনের ভর্তি পরীক্ষা: আসনপ্রতি লড়ছেন ৭৫ জন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার শেষ দিন আজ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় 'সি-১' ইউনিটের (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ) পরীক্ষার মাধ্যমে দিনটির কার্যক্রম শুরু হয়েছে।
পরীক্ষার সময়সূচি
আজ মোট চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে:
- প্রথম শিফট: 'সি-১' ইউনিটের পরীক্ষা।
- দ্বিতীয় ও তৃতীয় শিফট: 'বি' ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ) নারী শিক্ষার্থীদের পরীক্ষা।
- চতুর্থ শিফট: 'বি' ইউনিটে ছেলে শিক্ষার্থীদের পরীক্ষা।
আবেদন ও প্রতিযোগিতা
- 'সি-১' ইউনিট: ৬৪টি আসনের বিপরীতে ৫,৫০৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। প্রতিটি আসনের জন্য লড়ছেন ৮৬ জন।
- 'বি' ইউনিট: ৩২৬টি আসনের জন্য আবেদন করেছেন ২৩,৭৬৯ জন। প্রতিটি আসনে প্রতিযোগিতা করছেন প্রায় ৭৩ জন। এর মধ্যে ১০,৮৫৮ জন ছেলে এবং ১২,৯১৯ জন মেয়ে শিক্ষার্থী।
ফলাফল
জাবির 'ডি' ইউনিট (জীববিজ্ঞান অনুষদ), 'ই' ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ), ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) এবং 'এ' ইউনিটের ফলাফল ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষার ফলাফল জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে: ju-admission.org।
Copyright © 2025 Deshjogot News. All rights reserved.