প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৫, ১১:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ণ
জানুয়ারি মাসে রপ্তানি আয় বেড়েছে ৫.৭০ শতাংশ
জানুয়ারি মাসে রপ্তানি আয় বেড়েছে ৫.৭০ শতাংশ
সদ্যবিদায়ী জানুয়ারি মাসে বাংলাদেশে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৪৪৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৭০ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
২০২৪ সালের জানুয়ারিতে রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৪১৯ কোটি ৬৯ লাখ ডলার। অর্থাৎ গত জানুয়ারিতে দেশে রপ্তানি আয় বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে।
২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৭ মাসে রপ্তানি আয়
২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৭ মাসে দেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে ২৮ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে রপ্তানি আয়ের তুলনায় ১১ দশমিক ৬৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৭ মাসে রপ্তানি হয়েছিল ২৫ বিলিয়ন ডলার।
খাতভিত্তিক প্রবৃদ্ধি
রপ্তানি খাতে বেশিরভাগ পণ্যের জন্য ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে।
- তৈরি পোশাক খাতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১২ শতাংশ, যার মধ্যে নিট পোশাকের প্রবৃদ্ধি ১২ শতাংশ এবং ওভেন পোশাকের প্রবৃদ্ধি ১১ দশমিক ৯৭ শতাংশ।
- প্লাস্টিক পণ্যে ২৪ দশমিক ২২ শতাংশ, চামড়ায় ৮ দশমিক ০৮ শতাংশ, প্রক্রিয়াজাত পণ্যে ১১ দশমিক ৬৯ শতাংশ, কৃষিজাত পণ্যে ১০ দশমিক ৫৯ শতাংশ এবং হিমায়িত পণ্যে ১৩ দশমিক ১৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
- তবে, পাটজাত পণ্যে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৩৫ শতাংশ।
Copyright © 2025 Deshjogot News. All rights reserved.