ভিকি কুশল ও রাশমিকা মান্দানা অভিনীত ছবি ‘ছাবা’ মুক্তির পর আলোচনায় রয়েছে। মাত্র কিছু দিনেই ছবিটি বক্স অফিসে ৫০০ কোটি টাকার ব্যবসা করেছে এবং দর্শকদের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। তবে এটি যে শুধু সিনেমা নয়, বরং বাস্তবেও প্রভাব বিস্তার করবে, তা সম্ভবত কেউ কল্পনাও করেনি। এই ছবির প্রভাবে ভারতের মধ্যপ্রদেশের এক গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটেছে।
গণমাধ্যমের খবর অনুযায়ী, গ্রামবাসীরা রাতের অন্ধকারে টর্চ ও শাবল নিয়ে বেরিয়ে পড়ে খোঁজে মুঘল আমলের গুপ্তধন। বিশেষত, ছবিতে বুরহানপুরের নাম উল্লেখ করা হয়েছিল এবং সেখানে মুঘলদের বাসস্থল ছিল বলে ছবিতে চিত্রিত করা হয়েছিল। এর প্রভাবেই তারা মনে করেছে, ওই এলাকায় গুপ্তধন লুকিয়ে রাখা হয়েছে।
এদিকে, খননকার্যের খবর পাওয়ার পরই প্রশাসন ও পুলিশ বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করে। যদিও প্রশাসন জানিয়েছে, ওই অঞ্চলে গুপ্তধন পাওয়ার সম্ভাবনা নেই। তবে ইন্টারনেটে সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে, যেখানে গ্রামবাসীরা শাবল ও কোদাল দিয়ে মাটি খুঁড়তে দেখা যাচ্ছে।
বুরহানপুরের এই অবিশ্বাস্য ঘটনা এখন চর্চার শিরোনামে পরিণত হয়েছে।