দেশের চলমান রাজনৈতিক উত্তেজনা ও ছাত্র সংগঠনগুলোর সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে চলমান বিবাদের ভয়াবহ পরিণতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দেওয়া পোস্টে আসিফ নজরুল লেখেন, অতীতে আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতাসীন দলের সঙ্গে অন্য কোনো রাজনৈতিক পক্ষের সংঘর্ষ হলে পুলিশ ও প্রশাসন সরাসরি আওয়ামী লীগের পক্ষ নিত। ফলে দ্রুতই প্রতিপক্ষ পিছু হটত। তবে বর্তমানে পুলিশ-প্রশাসন বিভক্ত, কোনো রাজনৈতিক দলের একক কর্তৃত্ব নেই, আর ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষই নিজেদের অস্তিত্বের লড়াই হিসেবে দেখছে। ফলে এ ধরনের সহিংসতার ভয়াবহতা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আসিফ নজরুল বলেন, "ভয় জিনিসটা কখনো আমি ফিল করিনি, সবসময় হুমকিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কিন্তু এখন যখন দেখি আমারই ভাইয়েরা একে অন্যের রক্তের নেশায় মেতে উঠেছে, তখন সত্যিই ভয় লাগে, আতঙ্ক লাগে, হতাশ লাগে।"
তিনি উল্লেখ করেন, মাত্র ছয় মাস আগেও যেসব রাজনৈতিক কর্মীরা একসঙ্গে টিয়ারগ্যাস ও রাবার বুলেটের মুখোমুখি হয়েছে, তারা এখন পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াচ্ছে। এ ধরনের সহিংসতা দেশের জন্য শুভ নয় বলেও মন্তব্য করেন তিনি।
ছাত্রদল ও ছাত্রশিবির যেভাবে নিজেদের অফিসিয়াল প্যাডে একে অপরের বিরুদ্ধে দায় চাপাচ্ছে ও হুমকি দিচ্ছে, তা ভবিষ্যতে আরও ভয়াবহ সংঘাতের ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেন আসিফ নজরুল।
তিনি রাজনৈতিক দলগুলোর সিনিয়র নেতাদের প্রতি দ্রুত হস্তক্ষেপ করে এই সংঘাত বন্ধের আহ্বান জানান এবং দেশ ও তরুণদের মঙ্গল কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন।