বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, পাট শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এর ব্যবহারিক উপযোগিতা ও মূল্য বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, “পাটকে আবেগ বা শৈল্পিক মূল্য দিয়ে রক্ষা করা সম্ভব নয়। এ খাতের প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে হবে এবং পাটের অনৈতিক মজুতদারি বন্ধ করতে হবে। সাপ্লাই চেইন সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হবে।”
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) প্রাঙ্গণে ছয় দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা ও ফটোগ্রাফি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ মেলা ১২ থেকে ১৭ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
শেখ বশিরউদ্দীন আরও বলেন, “তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা নিজেদের প্রচেষ্টায় এগিয়ে গিয়ে ব্যাংক অর্থায়ন পেয়েছে। পাট শিল্পের ক্ষেত্রেও একই উদ্যোগ নিতে হবে। রাষ্ট্র আপনাদের সঙ্গে রয়েছে, তবে উদ্যোগ আপনাদেরই নিতে হবে।"
অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ এবং জুট মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আবুল হোসেন পাটখাতের সমস্যা ও সম্ভাবনার নানা দিক তুলে ধরেন। এ সময় অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, জেডিপিসির নির্বাহী পরিচালক জিনাত আরা, এবং এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের সভাপতি এম সাফাক হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উপদেষ্টা মেলার স্টল ও ফটোগ্রাফি প্রদর্শনী পরিদর্শন করেন।
সরকারের পলিথিন নিষিদ্ধকরণের প্রেক্ষাপটে জনগণকে পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করতে এই মেলায় বিভিন্ন ধরনের পাটপণ্য প্রদর্শন ও বিক্রির জন্য ৩৪টি স্টল স্থাপন করা হয়েছে। মেলায় পাট দিয়ে তৈরি ব্যাগ, অফিস সামগ্রী, হোম টেক্সটাইল, জুতা, শোপিসসহ বহুবিধ পণ্য প্রদর্শিত হচ্ছে। এছাড়া এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশন পাটের ব্যাগ ব্যবহারের গুরুত্ব তুলে ধরতে স্থির চিত্র প্রদর্শনী, ফটোগ্রাফি এবং রচনা প্রতিযোগিতা আয়োজন করেছে।