রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১১:১২

চ্যাটজিপিটি’র সামনে কি তবে শক্ত প্রতিপক্ষ হয়ে আসছে ডিপসিক?

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ২৫, ২০২৪ ১:০৫ অপরাহ্ণ
চ্যাটজিপিটি’র সামনে কি তবে শক্ত প্রতিপক্ষ হয়ে আসছে ডিপসিক?

চ্যাটজিপিটি’র সামনে কি তবে শক্ত প্রতিপক্ষ হয়ে আসছে ডিপসিক?

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন বিশ্বব্যাপী চর্চিত একটি বিষয়। এরই মধ্যে, চীনের হ্যাংজু শহর থেকে যাত্রা শুরু করা নতুন এআই স্টার্টআপ ‘ডিপসিক’ (DeepSeek) ওপেনএআই-এর চ্যাটজিপিটি এবং গুগল জেমিনি’র মতো প্রতিষ্ঠিত প্রতিদ্বন্দ্বিদের সামনে চ্যালেঞ্জ তৈরি করেছে। গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ডিপসিক ইতোমধ্যে প্রযুক্তির জগতে সাড়া ফেলতে শুরু করেছে এবং এটি চীনের এআই প্রতিযোগিতার নেতৃত্ব দিচ্ছে।

ডিপসিক-এর সদর দপ্তর হ্যাংজু শহরে অবস্থিত, যেটি একসময় চা ও সিল্ক উৎপাদনের জন্য বিখ্যাত ছিল, তবে বর্তমানে এটি প্রযুক্তি জায়ান্ট আলিবাবার মতো প্রতিষ্ঠানের প্রধান হাব হিসেবে পরিচিত। ডিপসিকের লক্ষ্য শুধু একটি ভাষা মডেল তৈরি করা নয়, বরং একটি সম্পূর্ণ কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) তৈরি করা, যা এজিআই-এর অজানা রহস্য উদঘাটন করতে সহায়ক হবে।

এই প্রতিষ্ঠানটির মূল অর্থায়ন চীনের ভেঞ্চার ক্যাপিটাল এবং কৌশলগত বিনিয়োগকারীদের কাছ থেকে এসেছে। এর মধ্যে একটি নাম হলো হাই-ফ্লায়ার, যা চীনের বৃহত্তম কোয়ান্টিটেটিভ ফান্ডগুলোর একটি। ডিপসিক প্রতিষ্ঠিত হয়েছে হাই-ফ্লায়ারের প্রতিষ্ঠাতা এবং সিইও লিয়াং ওয়েনফেং-এর নেতৃত্বে।

ডিপসিক কেবল এআই মডেল তৈরিতেই সীমাবদ্ধ নয়, তারা এমন একটি ভবিষ্যতের পরিকল্পনা করছে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ড্রোন ও ইলেকট্রিক গাড়ির মতো সাধারণ প্রযুক্তি হয়ে উঠবে। চীনের এআই শিল্পে নতুন দিগন্ত উন্মোচনে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ১০০ মিলিয়ন ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ