রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৮:৩৮

চীনের এআই ডিপসিকে টালমাটাল মার্কিন প্রতিষ্ঠানগুলো, সতর্কবার্তা বললেন ট্রাম্প

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ২৮, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ
চীনের এআই ডিপসিকে টালমাটাল মার্কিন প্রতিষ্ঠানগুলো, সতর্কবার্তা বললেন ট্রাম্প

চীনের এআই ডিপসিকে টালমাটাল মার্কিন প্রতিষ্ঠানগুলো, সতর্কবার্তা বললেন ট্রাম্প

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত (এআই) কোম্পানি ডিপসিকের নতুন প্রযুক্তি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতকে টালমাটাল করে তুলেছে। ফ্লোরিডায় এক বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর জন্য সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেন। তবে চীনা কোম্পানিগুলোর কম খরচে এবং দ্রুতগতিতে উন্নত প্রযুক্তি তৈরির বিষয়টিকে ইতিবাচক হিসেবেও দেখছেন তিনি।

ট্রাম্প বলেন, চীনা কোম্পানির ডিপসিক এআই যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন উদ্ভাবনে মনোযোগী হওয়ার বার্তা দিচ্ছে। এদিকে, চীনের এই সস্তা প্রযুক্তি মডেল বিশ্বজুড়ে মার্কিন এআই প্রযুক্তির আধিপত্যে হুমকি তৈরি করেছে। গতকাল বিনিয়োগকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ওয়ালস্ট্রিটে টালমাটাল পরিস্থিতি দেখা দেয়। চিপ নির্মাতা এনবিডিয়ার শেয়ারমূল্য পাঁচ হাজার কোটি মার্কিন ডলার কমে যায়, আর অন্যান্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারের দামও নিম্নমুখী হয়।

চীনা প্রযুক্তিকে ইতিবাচক হিসেবে দেখার কারণ ব্যাখ্যা করে ট্রাম্প বলেন, “চীনা কোম্পানিগুলো অপেক্ষাকৃত কম খরচে উন্নত এআই পদ্ধতি আনছে, যা ভালো। এতে আমাদের খরচ কমে যাবে। আমরা আমাদের মেধাবী বিজ্ঞানীদের মাধ্যমে একই ধরনের ফলাফল পেতে পারব।”

ট্রাম্প দাবি করেন, চীনা নেতারা তাঁকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বিশ্বের সবচেয়ে মেধাবী বিজ্ঞানীরা আছেন। তিনি বলেন, “আমাদের ধারণাগুলো সব সময় প্রথমে আসে। তাই চীনা প্রযুক্তির উত্থানকে আমি চ্যালেঞ্জ হিসেবে দেখি। এটি আমাদের উদ্ভাবন এবং দক্ষতার আরও উন্নতি ঘটাবে।”

তবে বিশ্লেষকরা বলছেন, ডিপসিকের মতো কম খরচে কার্যকর প্রযুক্তি মার্কিন কোম্পানিগুলোর জন্য প্রতিযোগিতা আরও কঠিন করে তুলবে। এরপরও ট্রাম্প এই উদ্ভাবনকে ইতিবাচক মনে করেন, কারণ এতে মার্কিন প্রতিষ্ঠানগুলো একই ধরনের উন্নত সমাধান তৈরি করতে উৎসাহিত হবে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত