রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১০:০৭

চীনা হ্যাকারকে ধরিয়ে দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

প্রতিবেদক
staffreporter
জানুয়ারি ১, ২০২৫ ৩:৩৮ অপরাহ্ণ

চীনা হ্যাকারকে ধরিয়ে দিতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

কম্পিউটারের ফায়ারওয়াল হ্যাক করার অভিযোগে যুক্তরাষ্ট্র এক চীনা হ্যাকার ও তার সহযোগীদের ধরিয়ে দিতে বা তাদের গ্রেপ্তারে সহায়তা করতে তথ্য প্রদানকারীকে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে। গুয়ান তিয়ানফেং (৩০), যিনি চীনের সিচুয়ান প্রদেশে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে, তাকে গত মঙ্গলবার মার্কিন আদালতে ডিজিটাল আর্থিক প্রতারণা ও ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করা হয়।

মার্কিন ট্রেজারি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সিচুয়ান সাইলেন্স ইনফরমেশন টেকনোলজি লিমিটেড নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করবে, যেখানে গুয়ান কাজ করতেন।

চীনের পররাষ্ট্র দপ্তর এর জবাবে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে, বলেছে যে, যুক্তরাষ্ট্র চীনকে সাইবার নিরাপত্তার অজুহাতে অপমান ও অসম্মান করার চেষ্টা করছে। মুখপাত্র মাও নিং বলেছেন, “চীনের নাগরিক ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবৈধ বিধিনিষেধের তীব্র প্রতিবাদ জানাই।”

গুয়ান এবং তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ, তারা যুক্তরাজ্যভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সোফোস লিমিটেডের সরবরাহ করা ফায়ারওয়ালের দুর্বলতা কাজে লাগিয়ে এই সাইবার হামলা চালিয়েছেন। এই হামলার মাধ্যমে তারা প্রায় দশ হাজার নেটওয়ার্ক নিরাপত্তা ডিভাইসে ম্যালওয়্যার ইনস্টল করে লাখো মানুষের তথ্য চুরি করতে চেয়েছিল।

২০২০ সালের এপ্রিলে, ৮১ হাজার ফায়ারওয়াল একই সময়ে আক্রান্ত হয়েছিল। এর মধ্যে ২৩ হাজার ফায়ারওয়াল যুক্তরাষ্ট্রে ছিল, যার মধ্যে ৩৬টি ফায়ারওয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রতিষ্ঠানকে সুরক্ষা প্রদান করছিল।

অভিযোগ অনুযায়ী, সিচুয়ান সাইলেন্স হ্যাকিংয়ের মাধ্যমে সংগৃহীত তথ্য চীনা ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সরকারের কাছে বিক্রি করেছে। তবে সিচুয়ান সাইলেন্সের প্রতিনিধিরা কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন এবং গুয়ানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সাইবার নিরাপত্তা নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, এবং চীন এর প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের একপাক্ষিক পদক্ষেপের বিরুদ্ধে তীব্র আপত্তি জানায়।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ