রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১০:৪৫

চিন্ময় গ্রেপ্তার: বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির

প্রতিবেদক
staffreporter
নভেম্বর ২৬, ২০২৪ ৮:১০ পূর্বাহ্ণ

চিন্ময় গ্রেপ্তার: বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির

বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। চিন্ময়ের মুক্তি দাবিতে সীমান্ত অবরোধ ও কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভের হুমকি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে চিন্ময়কে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা রয়েছে।

শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন, “বাংলাদেশে হিন্দুদের দমন-পীড়ন চলছে। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব সংকটের উদাহরণ।” তিনি আরও বলেন, “মুক্তি না দিলে সনাতনীরা সীমান্ত অবরোধ করবে এবং কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের অফিস ঘেরাও করবে।”

চিন্ময়ের বিরুদ্ধে গত ৩০ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মামলা করা হয়। চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় আরও ১৮ জনের নাম রয়েছে। এর আগে এই মামলায় রাজেশ চৌধুরী ও হৃদয় দাসকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের হয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন চিন্ময়। তবে ইসকন বাংলাদেশ ইতোমধ্যে তাকে বহিষ্কার করেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ