রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১০:৪৪

চিত্রপরিচালক শাহ আলম মন্ডল আর নেই

প্রতিবেদক
Staff Reporter
নভেম্বর ২৩, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ

চিত্রপরিচালক শাহ আলম মন্ডল আর নেই। শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে শাহ আলম মন্ডলের বয়স হয়েছিলো ৪৭ বছর। পরিচালকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নায়ক কায়েস আরজু।

তিনি বলেন, রাতে শাহ আলম মন্ডলের মগবাজারের বাসায় কিছুক্ষণ রাখার পর দেশের বাড়ি রংপুরে দাফনের উদ্দেশে নেয়া হবে। সেখানে তাকে রবিবার দাফন করা হবে।

বেশ কিছুদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন শাহ আলম মন্ডল। জানা যায়, তার দুটি কিডনি ড্যামেজ ছিল। গত কয়েকদিন ধরে তিনি হাসপাতালেই চিকিৎসা নিচ্ছিলেন। সেখানেই মারা যান।

শাহ আলম মন্ডন তিনটি ছবি পরিচালনা করেছিলেন। তার প্রথম ছবি ছিল ‘ভালোবাসা সীমাহীন’। এ ছবির মাধ্যমে পরীমনি নায়িকা হিসেবে সিনেমায় পা রাখেন। বাকি দুটি ছবি হলো ‘আপন মানুষ’ ও ‘ডনগিরি’।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ