মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| সকাল ৯:১৪

চাকা খুলে পড়লেও পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট

প্রতিবেদক
staffreporter
মে ১৭, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ
চাকা খুলে পড়লেও পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট

চাকা খুলে পড়লেও পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণ করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের পরপরই এক চাকা খুলে পড়লেও পাইলটের দক্ষতায় সেটি নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়েছে। ফ্লাইটটিতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন।

ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে, যখন বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের পরপরই বিমানের বাম পাশের ল্যান্ডিং গিয়ারের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। তবে পরিস্থিতি মোকাবিলায় পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লাহ অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে ফ্লাইটটি পরিচালনা করেন এবং শেষ পর্যন্ত দুপুর ২টা ২২ মিনিটে সেটি নিরাপদে অবতরণ করে।

অবতরণের আগের মুহূর্তগুলো ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। শাহজালাল বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) থেকে পাইলটকে বারবার যোগাযোগ করে নিশ্চিত করা হয় অবতরণের প্রস্তুতি। রানওয়ে ১৪ অবতরণের জন্য প্রস্তুত থাকায় পাইলট নিশ্চিতভাবে জানান, তিনি সেখানেই অবতরণ করতে যাচ্ছেন। বিমান থামার পর পাইলট এটিসিকে ধন্যবাদ জানান এবং বলেন, “আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে অবতরণ করেছি।”

বিমানের নিরাপদ অবতরণের পর রানওয়ের চারপাশে উপস্থিত ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রশংসা ও স্বস্তির নিঃশ্বাস ফেলে ‘আলহামদুলিল্লাহ’ উচ্চারণ করে করতালি দেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সাধারণত এ ধরনের ঝুঁকিতে বিমান কিছুক্ষণ আকাশে চক্কর দিয়ে জ্বালানি পোড়ায়, কিন্তু পাইলট জামিল বিল্লাহ প্রথম চেষ্টাতেই অবতরণের সিদ্ধান্ত নেন, যা ছিল সাহসী ও ঝুঁকিপূর্ণ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, ক্যাপ্টেন জামিল বিল্লাহর রয়েছে ৮ হাজার ঘণ্টার উড্ডয়ন অভিজ্ঞতা এবং তাঁর পাশাপাশি পুরো ক্রুদের দক্ষতায় এই ফ্লাইটটি সফলভাবে অবতরণ করে। যাত্রীরা পাইলট, ক্রু এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিমান কর্তৃপক্ষের ভূমিকার প্রশংসা করেছেন।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত