মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| সকাল ৯:১৫

চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন কর্মী আটক

প্রতিবেদক
staffreporter
মার্চ ৮, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ
চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন কর্মী আটক

চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন কর্মী আটক

জামালপুর সদর উপজেলায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে মেষ্টা ইউনিয়নের হাজীপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, হাজীপুর ফকিরপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে ও ইউনিয়ন শ্রমিকদলের সদস্য মো. পলাশ মিয়া (৪৫), মইনুদ্দিনের ছেলে মো. সিরাজুল ইসলাম (৪৩), ও নজরুল ইসলামের ছেলে ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মো. ফরমান (৪০)।

জানা যায়, হাজীপুর বাজারের ব্যবসায়ী মাসুদ রানা তাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে।

মেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ ছানা জানান, পলাশ মিয়া ইউনিয়ন শ্রমিকদলের সদস্য এবং মো. ফরমান ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য। তবে সিরাজুল ইসলামের সম্পর্কে তিনি তেমন কিছু জানেন না।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, চাঁদা দাবির অভিযোগে তাদের আটক করা হয়েছে। তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদাবাজির অভিযোগে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় নোয়াখালীতে বিএনপির তিন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকেলে জেলা বিএনপির সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন, কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের জসিম, সদর উপজেলা বিএনপির সহসভাপতি নুরুল আমিন, এবং হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানভির হায়দার তান্না।

দলীয় সূত্রে জানা যায়, তারা সরকার পতনের পর থেকে নিজ নিজ এলাকায় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করে আসছিলেন। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ধরনের ঘটনা বিএনপির অভ্যন্তরীণ শৃঙ্খলা ও ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলছে। দলের নেতাকর্মীদের আইন মেনে চলা ও সুনামের সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

আজকের নামাজের সময়সূচি (১ জুলাই, ২০২৫)

আজকের নামাজের সময়সূচি (১১ এপ্রিল, ২০২৫)

ইতিহাসের এই দিনে (১ জুলাই, ২০২৫)

ইতিহাসের এই দিনে (৩ জানুয়ারি, ২০২৫)

আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান ‘ইনবক্স’ নিয়ে আসছে এলআরবি

এলএনজি আমদানিতে বিপুল ঘাটতির মুখে সরকার, বাড়তে পারে ভর্তুকির পরিমাণ

এলএনজি আমদানিতে বিপুল ঘাটতির মুখে সরকার, বাড়তে পারে ভর্তুকির পরিমাণ

ফেসবুকের টার্গেটেড বিজ্ঞাপনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয়ী তানিয়া ও’ক্যারল

ফেসবুকের টার্গেটেড বিজ্ঞাপনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জয়ী তানিয়া ও’ক্যারল

‘সিকান্দার’ মুক্তির আগে অনলাইনে ফাঁস, বিপাকে সালমান খান

‘সিকান্দার’ মুক্তির আগে অনলাইনে ফাঁস, বিপাকে সালমান খান

রোহিঙ্গাদের জন্য সাড়ে ৩ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান

রোহিঙ্গাদের জন্য সাড়ে ৩ মিলিয়ন ডলার সহায়তা দিল জাপান

সারাদেশে প্রায় ৮০০ আয়নাঘর আছে: প্রধান উপদেষ্টা

সারাদেশে প্রায় ৮০০ আয়নাঘর আছে: প্রধান উপদেষ্টা

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রে ১৬ বছরের ত্যাগের অন্তর্ভুক্তি চাইবে বিএনপি

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রে ১৬ বছরের ত্যাগের অন্তর্ভুক্তি চাইবে বিএনপি