চলতি অর্থবছরের শুরুতে চাল ও গমের মজুদ বেড়ে ১৭.৬৪ লাখ টন
চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল ও গম মিলিয়ে মোট মজুদ রয়েছে ১৭ দশমিক ৬৪ লাখ মেট্রিক টন, যা আগের বছরের তুলনায় প্রায় ৩ লাখ টন বেশি। বৃহস্পতিবার (৪ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের ১ জুলাই দেশে চাল ও গমের মোট মজুদ ছিল ১৪ দশমিক ৭৩ লাখ টন। এর মধ্যে চাল ছিল ১০ দশমিক ৬০ লাখ টন এবং গম ছিল ৪ দশমিক ১৩ লাখ টন।
নতুন অর্থবছরে চালের মজুদ উল্লেখযোগ্য হারে বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪১ লাখ মেট্রিক টনে। তবে গমের মজুদ কমে এসেছে ২ দশমিক ২৩ লাখ মেট্রিক টনে। মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, অভ্যন্তরীণ সংগ্রহ ও আমদানির তুলনায় গমের বিতরণ বেশি হওয়ায় এই ঘাটতি দেখা দিয়েছে।
মোট মজুদের এই বৃদ্ধিকে খাদ্য নিরাপত্তার দিক থেকে ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে, যদিও গমের মজুদের হ্রাস ভবিষ্যতে আমদানিনির্ভরতা বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।