দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন একটি বৃহৎ জোটের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। বরিশালের চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে এই জোট গঠিত হতে চলেছে। জোটে যুক্ত হতে যাচ্ছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
আজ শুক্রবার বরিশালের কীর্তনখোলা নদীর তীরে চরমোনাই দরবারের বার্ষিক ওয়াজ মাহফিল শেষ হয়েছে। মাহফিলে ইসলামী আন্দোলনের নেতারা দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পাশাপাশি আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে জোট গঠনের বিষয়ে আলোচনা করেছেন।
মাহফিলে ধর্মভিত্তিক ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সেখানে উপস্থিত ছিলেন নুরুল হক নুর। বৃহস্পতিবার ফজরের নামাজের পর নুরকে পাশে বসিয়ে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন চরমোনাই পীর। তিনি নুরকে টুপি পরিয়ে বরণ করেন এবং উপস্থিত মুসল্লিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
চরমোনাইয়ের একটি সূত্র জানিয়েছে, ধর্মভিত্তিক কয়েকটি দলের সঙ্গে গণ-অধিকার পরিষদও এই জোটে যুক্ত হতে পারে। মাহফিলের দ্বিতীয় দিনে নুর ওলামা-মাশায়েখ সম্মেলনে বক্তব্য দেন। সেখানে তিনি চরমোনাই পীরের সঙ্গে কাজ করার ইঙ্গিত দেন।
এ সম্মেলনে আরও বক্তব্য দেন ফরায়েজী আন্দোলনের আমির মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান, খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাসিত আজাদসহ অন্যরা। তবে মাহফিলে জামায়াতে ইসলামীর কিংবা বিএনপির কোনো প্রতিনিধি অংশ নেননি।
ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ জানান, সমমনা দলগুলোর সঙ্গে জোট গঠনের চেষ্টা অনেক দিন ধরেই চলছে। চরমোনাইয়ের সম্মেলনের মাধ্যমে এ উদ্যোগ আরও এগিয়ে গেছে।
এ বিষয়ে নুরুল হক নুরের বক্তব্য জানতে তার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।