রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ১০:৫১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ল্যাবে শিক্ষার্থীদের ডোপ টেস্ট

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১০, ২০২৪ ১২:০৬ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের ডোপ টেস্ট চালু করছে। এই টেস্ট চবির নিজস্ব ল্যাবে হবে এবং প্রতি শিক্ষার্থীর জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা। ডোপ টেস্টে পজিটিভ হলে আবাসিক হলের সিট বাতিল করা হবে।

সোমবার (৯ ডিসেম্বর) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এক সংবাদ সম্মেলনে জানান, চবি মেডিকেলেই এই ডোপ টেস্ট হবে। পূর্বে এটি চট্টগ্রাম মেডিকেল কলেজে করার পরিকল্পনা থাকলেও খরচ কমাতে এবং সহজতর করতে এটি চবির ল্যাবে আয়োজন করা হচ্ছে। সরকারি রেটে যেখানে টেস্টের খরচ ৯৫০ টাকা, সেখানে চবি মাত্র ৩৫০ টাকায় এটি সম্পন্ন করবে।

আরো পড়ুন

এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তির অগ্রগতি

তিনি আরও জানান, পর্যায়ক্রমে শুধু শিক্ষার্থীদের নয়, নিরাপত্তা কর্মীদেরও ডোপ টেস্ট করা হবে। অনেক কর্মী মাদকাসক্ত বলে ধারণা করা হচ্ছে এবং তাদেরকেও এই টেস্টের আওতায় আনা হবে।

ডোপ টেস্ট কমিটির পরিকল্পনা

ডোপ টেস্ট কমিটির সমন্বয়ক ও জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আতিয়ার রহমান জানান, ডোপ টেস্ট ১২ ডিসেম্বর সকাল ৯টা থেকে শুরু হবে। এটি প্রথমে এএফ রহমান হলের শিক্ষার্থীদের দিয়ে শুরু হবে। পাঁচটি নির্দিষ্ট মাদক চিহ্নিত করতে আমেরিকান কিটস ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের মাদকাসক্ত হিসেবে পরিচয় করানোর উদ্দেশ্যে নয়, বরং তাদের মধ্যে সচেতনতা তৈরি করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।

ডোপ টেস্টের সময়সূচি

ডোপ টেস্টের জন্য এএফ রহমান হলের শিক্ষার্থীদের ১১ ডিসেম্বরের মধ্যে ফি জমা দিতে হবে।

  • এএফ রহমান হল: ১২, ১৩, ১৪ ডিসেম্বর
  • আলাওল হল: ১৫, ১৬, ১৭ ডিসেম্বর
  • শহীদ আব্দুর রব হল: ১৮, ১৯, ২০ ডিসেম্বর
  • মাস্টার দা সূর্য সেন হল: ২১, ২২, ২৩ ডিসেম্বর
  • শাহ আমানত হল: ২৫ থেকে ২৯ ডিসেম্বর
  • সোহরাওয়ার্দী হল: ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি
  • শাহজালাল হল: ৩ থেকে ৬ জানুয়ারি
  • শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল: ৭ জানুয়ারি

শিক্ষার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে ব্যাংকে ফি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ