প্রথমবার আয়োজিত গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স শিরোপা জিতেছে। ফাইনালে তারা অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়েছে। সৌম্য সরকার ও শেখ মেহেদীর অসাধারণ পারফরম্যান্স দলকে শিরোপা এনে দিয়েছে।
রংপুরের হয়ে টুর্নামেন্টজুড়ে সৌম্য সরকার ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। ফাইনালে তিনি ৫৪ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। টুর্নামেন্টে ৫ ম্যাচে ৪৭ গড়ে ১৮৮ রান সংগ্রহ করেন, যা টুর্নামেন্টের সর্বোচ্চ। তার স্ট্রাইকরেট ছিল ১৪২.৪২।
ফাইনালে সৌম্য ও স্টিভেন টেলরের উদ্বোধনী জুটি রংপুরকে শক্ত ভিত দেয়। তারা ১২৪ রান যোগ করেন। ৪৯ বলে ৬৮ রান করে টেলর বিদায় নিলে রংপুরের ব্যাটিং কিছুটা চাপে পড়ে। তবে সৌম্য শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে ১৭৮ রানের সংগ্রহ এনে দেন। এটি টুর্নামেন্টের সর্বোচ্চ দলীয় স্কোর।
১৭৯ রানের লক্ষ্য তাড়ায় ভিক্টোরিয়া শুরুটা ভালো করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায়। পুরো দল ১৮.১ ওভারে ১২২ রানে গুটিয়ে যায়। তাদের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন জো ক্লার্ক। রংপুরের হয়ে যুক্তরাষ্ট্রের স্পিনার হারমিত সিং সর্বোচ্চ ৩ উইকেট নেন। শেখ মেহেদী, সাইফ হাসান ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অনিচ্ছা প্রকাশ করায় রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে অংশ নেয়। প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ার পর শেষ দুই ম্যাচে জয় নিয়ে তারা ফাইনালে ওঠে এবং শেষ পর্যন্ত শিরোপা জয় করে।
এই সাফল্য বাংলাদেশি ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। রংপুর রাইডার্স প্রমাণ করেছে যে দেশীয় ফ্র্যাঞ্চাইজিগুলো আন্তর্জাতিক পর্যায়েও প্রতিযোগিতায় সক্ষম।