সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ৯:০০

গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি সিনেমা ‘নীলচক্র’

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ১২:০৪ অপরাহ্ণ
গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি সিনেমা ‘নীলচক্র’

গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি সিনেমা ‘নীলচক্র’

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ‘গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’। এবারের উৎসবটি ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। উদীয়মান স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের প্রতিভা তুলে ধরার জন্য আয়োজিত এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্মাতারা অংশ নেন।

বাংলাদেশের সিনেমা ‘নীলচক্র’ এবার এ উৎসবের ‘ফরেন ল্যাঙ্গুয়েজ’ বিভাগে অফিসিয়ালি নির্বাচিত হয়েছে। পরিচালক মিঠু খান ও উৎসবের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে আমেরিকান ফিল্ম মার্কেটে আন্তর্জাতিকভাবে ‘নীলচক্র’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। লাস ভেগাসে হওয়া ওই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সিনেমার প্রযোজক এনায়েত আকবর মিলন, আসিফ আকবর এবং আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে থাকা জে জে রজার্স

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ এবং তার সঙ্গে আছেন মন্দিরা চক্রবর্তী। এছাড়া অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী প্রমুখ। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে জনপ্রিয় সংগীতশিল্পী বালামকে

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ