গাবতলীতে দিনমজুরকে পিটিয়ে হত্যা
ঢাকার গাবতলীর দ্বীপনগর এলাকায় পুরনো শত্রুতার জের ধরে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম মুকুল শেখ (৩৮)। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সেনাচাপরি গ্রামের দুলাল শেখের ছেলে। মুকুল ও তার ভাই রাব্বানি শেখ সম্প্রতি গাবতলীতে এসে দিনমজুরি শুরু করেছিলেন।
এদিন রাত ৮টার দিকে ১৫-২০ জন ব্যক্তির একটি দল মুকুল ও তার ভাই রাব্বানি শেখের পথরোধ করে। তাদের হাতে ছিল হাতুড়ি ও লোহার পাইপ। ওই দল মুকুলকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। রাব্বানি ভাইকে বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়।
গুরুতর আহত মুকুলকে আশপাশের লোকজন সহায়তা করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মুকুল দুই সন্তানের জনক ছিলেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রাব্বানি শেখ জানিয়েছেন, তাদের দীর্ঘদিন ধরে গ্রামের প্রতিবেশীদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল, যার জেরেই এই হামলা হতে পারে। আহত রাব্বানির অবস্থাও গুরুতর, তবে তিনি চিকিৎসাধীন।
পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছে।