সোমবার, ১০ই মার্চ, ২০২৫| রাত ৮:০৪

গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন, প্রশাসনিক ভবনে তালা

প্রতিবেদক
staffreporter
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ
গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন, প্রশাসনিক ভবনে তালা

গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন, প্রশাসনিক ভবনে তালা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে ‘গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি’ রাখার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। তারা এই পরিবর্তন প্রত্যাখ্যান করে নামটি ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ করার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করে শিক্ষার্থীরা। পরে তারা প্রশাসনকে তাদের দাবির প্রতি সমর্থন জানাতে আহ্বান জানান। আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে সব একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেন।

গত ১৩ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের ঘোষণা আসে। এরপর থেকেই শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে আসছেন। সেদিন সন্ধ্যা থেকেই তারা ক্যাম্পাসে অবস্থান নেন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেন।

এর আগে ১৪ ফেব্রুয়ারি সকালে উপাচার্যের সঙ্গে বৈঠকে শিক্ষার্থীরা জানান, ১৬ ফেব্রুয়ারি থেকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত তারা অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখবেন। এই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে ১৬ ফেব্রুয়ারি সকালে তারা অ্যাকাডেমিক ভবনে তালা লাগিয়ে দেন এবং প্রশাসনিক ভবনসহ সব জায়গায় ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহার করেন।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি ও খোলা চিঠি পাঠিয়েছেন। এদিকে, প্রশাসন শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা স্বীকার করে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ