গাজীপুরে ছাত্রদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, এই ধরনের ন্যক্কারজনক হামলার বিচার অবশ্যই হবে।”
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা আজ বিকেল পর্যন্ত সময় নিয়েছেন গাজীপুরসহ দেশব্যাপী চিরুনি অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলাকারীদের গ্রেপ্তারের ব্যবস্থা করার জন্য।
তিনি আরও জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা এই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে, দেশব্যাপী শিক্ষার্থীরা তিন মাসের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে রাজপথে নামবে এবং ‘ফ্যাসিবাদী শক্তি ও তার নির্মিত কাঠামো ধ্বংস করেই ঘরে ফিরবে’।
ছাত্র হামলার ঘটনার পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উত্তেজনা বিরাজ করছে। আন্দোলনকারীরা দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।