ইসরাইলি বাহিনীর টানা বিমান হামলা এবং প্রতিকূল পরিবেশে ঠান্ডা আবহাওয়া গাজার শিশুদের জীবন কঠিন করে তুলেছে। হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের চেষ্টা চললেও কোনো সমঝোতা হয়নি।
হামাস পরিচালিত গাজার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি হামলায় প্রায় ১,১০০ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে, যাদের বয়স ১ থেকে ২ বছরের মধ্যে। এর মধ্যে ২৩৮ নবজাতক শিশু রয়েছে।
ইসরাইলের হামলায় গাজার প্রায় ২৩ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। অনেককে উপকূলীয় অঞ্চলের অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে। ইসরাইল ঘোষিত মানবিক অঞ্চলগুলোতেও হামলা অব্যাহত রেখেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে ৪৫,৫০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ লাখের বেশি। অধিকাংশই বেসামরিক নাগরিক।
বৃহস্পতিবার ভোরে দক্ষিণ গাজার এক তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের ওপর ইসরাইলি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন নিহত হন। খান ইউনিসের আল-মাওয়াসির নামে ঘোষিত মানবিক এলাকাতেও এই হামলার ঘটনা ঘটে।
২০২৪ সালের সেপ্টেম্বরে প্রকাশিত তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় গাজায় ১৭ হাজারেরও বেশি শিশু নিহত এবং ২৬ হাজার শিশু এতিম হয়েছে।