মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫| সকাল ৬:৪৬

গাজায় হামলা বন্ধের আহ্বান গ্রিসের প্রধানমন্ত্রীর, তুরস্ক ইস্যুতেও স্পষ্ট বার্তা

প্রতিবেদক
staffreporter
মে ২৩, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ
গাজায় হামলা বন্ধের আহ্বান গ্রিসের প্রধানমন্ত্রীর, তুরস্ক ইস্যুতেও স্পষ্ট বার্তা গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস বলেছেন, ইসরায়েলকে অবিলম্বে গাজায় সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং সেখানে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে। বৃহস্পতিবার (২২ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তাসংস্থা আনাদোলু। সেদিন দেওয়া এক বক্তব্যে মিতসোতাকিস বলেন, “গত কিছুদিনে গাজায় যা ঘটছে তা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। ইসরায়েলকে অবিলম্বে এসব অভিযান বন্ধ করতে হবে এবং জাতিসংঘসহ অন্যান্য মানবিক সংস্থাকে সহায়তা দিতে হবে, যাতে দ্রুত খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী গাজার মানুষের কাছে পৌঁছাতে পারে।” তিনি স্বীকার করেন, গাজায় ইসরায়েলি হামলা ও অবরোধ নিয়ে নীরব থাকার কারণে গ্রিস সরকার জনসমালোচনার মুখে পড়েছে, এমনকি বিরোধী দলগুলোরও তীব্র সমালোচনা রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা নীরব নই। গ্রিস ও ইসরায়েলের কৌশলগত মিত্রতা থাকলেও আমাদের অবশ্যই মিত্রদের কাছে কঠিন সত্যগুলো বলতে হবে।” এছাড়াও তিনি ইউরোপীয় ইউনিয়নের “রিআর্ম ইউরোপ” কর্মসূচিতে তুরস্ককে অন্তর্ভুক্ত করার প্রসঙ্গেও মন্তব্য করেন। যদিও গ্রীস ও গ্রীক-সাইপ্রাস প্রশাসন এই উদ্যোগের বিরোধিতা করে আসছে, তথাপি ইউরোপীয় কমিশনের আলোচনায় তুরস্কের অন্তর্ভুক্তির বিষয়টি আলোচনায় এসেছে। এ বিষয়ে মিতসোতাকিস বলেন, “এই মুহূর্তে ব্রাসেলসে কী আলোচনা হচ্ছে, সে বিষয়ে অনেক ভুল তথ্য ছড়াচ্ছে। কোনো তৃতীয় দেশের সঙ্গে চুক্তি করতে গেলে—বিশেষ করে প্রার্থী দেশের ক্ষেত্রে—সকল ইইউ সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন। গ্রিস ও সাইপ্রাসের যুক্তিসংগত উদ্বেগ অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।” তুরস্কের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, “আমরা একদিকে গ্রিসের স্বার্থ রক্ষায় কাজ করছি, অন্যদিকে তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি। এই সম্পর্ক ইতোমধ্যে অভিবাসন, পর্যটন ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ফল দিচ্ছে।” তিনি জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে শিগগিরই দ্বিপাক্ষিক সহযোগিতা পরিষদের অধীনে একটি বৈঠকের পরিকল্পনা রয়েছে, যদিও তারিখ এখনো নির্ধারিত হয়নি।

গাজায় হামলা বন্ধের আহ্বান গ্রিসের প্রধানমন্ত্রীর, তুরস্ক ইস্যুতেও স্পষ্ট বার্তা

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস বলেছেন, ইসরায়েলকে অবিলম্বে গাজায় সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং সেখানে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে। বৃহস্পতিবার (২২ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানায় বার্তাসংস্থা আনাদোলু।

সেদিন দেওয়া এক বক্তব্যে মিতসোতাকিস বলেন, “গত কিছুদিনে গাজায় যা ঘটছে তা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। ইসরায়েলকে অবিলম্বে এসব অভিযান বন্ধ করতে হবে এবং জাতিসংঘসহ অন্যান্য মানবিক সংস্থাকে সহায়তা দিতে হবে, যাতে দ্রুত খাদ্য, ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী গাজার মানুষের কাছে পৌঁছাতে পারে।”

তিনি স্বীকার করেন, গাজায় ইসরায়েলি হামলা ও অবরোধ নিয়ে নীরব থাকার কারণে গ্রিস সরকার জনসমালোচনার মুখে পড়েছে, এমনকি বিরোধী দলগুলোরও তীব্র সমালোচনা রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা নীরব নই। গ্রিস ও ইসরায়েলের কৌশলগত মিত্রতা থাকলেও আমাদের অবশ্যই মিত্রদের কাছে কঠিন সত্যগুলো বলতে হবে।”

এছাড়াও তিনি ইউরোপীয় ইউনিয়নের “রিআর্ম ইউরোপ” কর্মসূচিতে তুরস্ককে অন্তর্ভুক্ত করার প্রসঙ্গেও মন্তব্য করেন। যদিও গ্রীস ও গ্রীক-সাইপ্রাস প্রশাসন এই উদ্যোগের বিরোধিতা করে আসছে, তথাপি ইউরোপীয় কমিশনের আলোচনায় তুরস্কের অন্তর্ভুক্তির বিষয়টি আলোচনায় এসেছে।

এ বিষয়ে মিতসোতাকিস বলেন, “এই মুহূর্তে ব্রাসেলসে কী আলোচনা হচ্ছে, সে বিষয়ে অনেক ভুল তথ্য ছড়াচ্ছে। কোনো তৃতীয় দেশের সঙ্গে চুক্তি করতে গেলে—বিশেষ করে প্রার্থী দেশের ক্ষেত্রে—সকল ইইউ সদস্য রাষ্ট্রের সম্মতি প্রয়োজন। গ্রিস ও সাইপ্রাসের যুক্তিসংগত উদ্বেগ অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।”

তুরস্কের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, “আমরা একদিকে গ্রিসের স্বার্থ রক্ষায় কাজ করছি, অন্যদিকে তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি। এই সম্পর্ক ইতোমধ্যে অভিবাসন, পর্যটন ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ফল দিচ্ছে।” তিনি জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে শিগগিরই দ্বিপাক্ষিক সহযোগিতা পরিষদের অধীনে একটি বৈঠকের পরিকল্পনা রয়েছে, যদিও তারিখ এখনো নির্ধারিত হয়নি।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - বানিজ্য ও অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত
বিশ্বরেকর্ড গড়া রাজস্থান এবার ১০০ রানে হার, ছিটকে গেল আইপিএল থেকে

বিশ্বরেকর্ড গড়া রাজস্থান এবার ১০০ রানে হার, ছিটকে গেল আইপিএল থেকে

শুল্ক নিয়ে অনুরোধ জানানো দেশগুলোর সঙ্গে আলোচনার ঘোষণা ট্রাম্পের

শুল্ক নিয়ে অনুরোধ জানানো দেশগুলোর সঙ্গে আলোচনার ঘোষণা ট্রাম্পের

নাহিদ আহবায়ক, সদস্যসচিব পদে আলোচনায় তিনজন

নাহিদ আহবায়ক, সদস্যসচিব পদে আলোচনায় তিনজন

আজকের খেলা: ৩০ জুন, ২০২৫

আজকের খেলা: ৫ ফেব্রুয়ারি, ২০২৫

গুগলের ‘ক্রোম’ কিনতে আগ্রহী ওপেনএআই

গুগলের ‘ক্রোম’ কিনতে আগ্রহী ওপেনএআই

দেশে প্রথমবার পাঁচ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত

দেশে প্রথমবার পাঁচ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত

পাথরঘাটায় যুবদল নেতাকে হত্যা - শিবির সভাপতির ওপর হামলার নিন্দা

পাথরঘাটায় যুবদল নেতাকে হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে অভিযুক্ত করা ও ছাত্রশিবিরের থানা সভাপতির ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

আন্তর্ক্ষিপ্ত সংকেত: গভীর মহাকাশ থেকে আসা রহস্যময় বার্তা

আন্তর্ক্ষিপ্ত সংকেত: গভীর মহাকাশ থেকে আসা রহস্যময় বার্তা

পাকিস্তান থেকে চালের দ্বিতীয় চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

পাকিস্তান থেকে চালের দ্বিতীয় চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

আজকের আবহাওয়া (৩০ জুন, ২০২৫)

আজকের আবহাওয়া (১৪ জুন, ২০২৫)