রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫| রাত ৯:৫৮

গাজায় যুদ্ধবিরতির পক্ষে জাতিসংঘে ১৫৮ দেশের ভোট

প্রতিবেদক
staffreporter
ডিসেম্বর ১৩, ২০২৪ ৬:০৯ অপরাহ্ণ

গাজায় যুদ্ধবিরতির পক্ষে জাতিসংঘে ১৫৮ দেশের ভোট

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবি এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর কার্যক্রমে সমর্থন জানিয়ে দুটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।

বুধবার গাজায় অবিলম্বে স্থায়ী ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আনা প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৫৮ দেশ। ৯ দেশ প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয়, এবং ১৩ দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। অন্যদিকে, ইউএনআরডব্লিউএ-এর কার্যক্রমে সমর্থন জানিয়ে আনা আরেকটি প্রস্তাবে ১৫৯ দেশ সমর্থন জানায়। এ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় ৯ দেশ, এবং ১১ দেশ ভোটদানে বিরত ছিল।

জাতিসংঘে স্লোভেনিয়ার রাষ্ট্রদূত বলেন, “গাজার আর অস্তিত্ব নেই। গাজা ধ্বংস হয়ে গেছে। বেসামরিক নাগরিকরা ক্ষুধা, হতাশা ও মৃত্যুমুখে দাঁড়িয়ে আছে। এই যুদ্ধ আর চলতে পারে না। আমাদের এখনই যুদ্ধবিরতি দরকার।”

জাতিসংঘে আলজেরিয়ার উপ-রাষ্ট্রদূত বলেন, “ফিলিস্তিনি ট্র্যাজেডির মুখে নীরবতা ও ব্যর্থতার মূল্য চড়া। কাল এই মূল্য আরও চড়া হবে।”

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার জবাবে গাজায় চালানো ইসরায়েলের স্থল ও বিমান হামলায় এ পর্যন্ত প্রায় ৪৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এই প্রস্তাবগুলো পাস হওয়া বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের গুরুত্বপূর্ণ প্রতিফলন। তবে যুদ্ধবিরতি কার্যকর করতে এবং সংঘাত নিরসনে এটি কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে সংশয় রয়ে গেছে।

মন্তব্য করুন
Spread the love

সর্বশেষ - সর্বশেষ