অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর এক জটিল ও পরিকল্পিত হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর অন্তত পাঁচ সেনা নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন সেনা, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৪ জুন), এবং এটি একটি সমন্বিত দ্বিমুখী হামলা ছিল।
ফিলিস্তিনভিত্তিক সংবাদমাধ্যম প্যালিস্টিন ক্রনিকেল জানায়, প্রথম দফায় হামলা চালানো হয় ইসরায়েলি সেনাদের অবস্থানে। এরপর আহত সেনাদের উদ্ধার করতে আসা অন্য একটি ইসরায়েলি ইউনিটের ওপর আবার হামলা চালায় ফিলিস্তিনি যোদ্ধারা। হামলার লক্ষ্য ছিল মূলত ইসরায়েলি সেনাদের সামরিক যান ও সাঁজোয়া বহর। এর মধ্যে একটি সাঁজোয়া যানে আগুন ধরে যায়, যা ইসরায়েলি সেনাদের ক্ষয়ক্ষতি আরও বাড়িয়ে দেয়।
ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, হামলার স্থান থেকে এখনো কয়েকজন সেনা নিখোঁজ রয়েছে। ঘটনাস্থলে ব্যাপক গোলাবর্ষণ চালিয়ে সেনারা আহত ও নিখোঁজদের উদ্ধারে অভিযান চালায়। আহত সেনাদের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে তেলআবিবের তেল হাসোমের হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের এ বিষয়ে অবহিত করা হয়েছে।
এই ঘটনার পর ইসরায়েল খান ইউনিস এলাকায় পাল্টা তীব্র হামলা শুরু করে। জানানো হয়, এই হামলার উদ্দেশ্য ছিল আহত সেনাদের দ্রুত উদ্ধার এবং ফিলিস্তিনি গোষ্ঠীর অবস্থান চিহ্নিত করে ধ্বংস করা।
গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে গত কয়েকদিন ধরে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে আবারও সক্রিয় হয়ে উঠেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। তারা বিভিন্ন এলাকায় অতর্কিত ও পরিকল্পিত হামলা চালিয়ে দখলদার বাহিনীর ওপর চাপ সৃষ্টি করছে। খান ইউনিসের এই ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ।
সূত্র: প্যালিস্টিন ক্রনিকেল