ইসরায়েলি বাহিনীর অবিরাম বিমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৯০ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার (৩ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি লাইভ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।
গাজার মেডিকেল সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া এই হামলায় নিহতদের সংখ্যা ক্রমাগত বেড়ে চলছে। গাজার সরকারি মিডিয়া কার্যালয়ের তথ্য অনুযায়ী, সর্বশেষ হামলায় ৭১ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল, যা ২৪ ঘণ্টার মধ্যেই বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে।
হামলার বিশ্লেষণে জানা গেছে, নিহতদের মধ্যে ৪০ জন গাজার উত্তরাঞ্চলে এবং বাকিরা গাজার কেন্দ্রীয় ও দক্ষিণ অঞ্চলে প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি বাহিনীর হামলায় শুধু হতাহতের সংখ্যাই বাড়ছে না, বরং অবকাঠামোগত ধ্বংসযজ্ঞও তীব্র হচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল ও হামাসের সংঘাত ক্রমশ ভয়াবহ রূপ নিয়েছে। এই যুদ্ধের কারণে গাজায় এখন পর্যন্ত ৪৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং লক্ষাধিক মানুষ আহত হয়েছেন। একইসঙ্গে লক্ষাধিক ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি হারিয়ে শরণার্থীতে পরিণত হয়েছেন।
এদিকে, আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগে যুদ্ধবিরতি কার্যকর হবে এমন একটি ধারণা ছিল। কিন্তু ইসরায়েলি হামলার অব্যাহত ধারা এবং হামাসের প্রতিরোধের প্রেক্ষাপটে যুদ্ধবিরতির সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। ট্রাম্প এর আগেও হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তার শপথের আগেই হামাস যেন তাদের জিম্মিদের মুক্তি দেয়।
গাজায় চলমান এই সংকট আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। তবে শান্তি প্রতিষ্ঠার কোনো কার্যকর উদ্যোগ এখনো দৃশ্যমান নয়, যা সংঘাতকে আরও দীর্ঘায়িত করতে পারে।